ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022) শেষ। এবার আইপিএল (IPL)-এর দামাম বেজে গেল। ২০২৩ সালের IPL-এর মিনি অকশন ২৩ ডিসেম্বর। ৪০০-র বেশি প্লেয়ারের জন্য দর হাঁকবে ১০টি দল। অনেক নতুন প্লেয়ারের এই প্রথম আইপিএল-এর অকশনে নাম উঠবে। একাধিক পুরনো প্লেয়ারও রয়েছেন।
IPL 2023-এর নিলাম কবে ও কোথায় হবে?
IPL 2023-এর মিনি অকশন হবে ২৩ ডিসেম্বর, অর্থাত্ শুক্রবার। এবারের অকশন হতে চলেছে কোচিতে। দুপুর আড়াইটেয় শুরু হবে অকশন।
IPL 2023-এর নিলামে কতজন প্লেয়ার ও কটি টিম অংশ নেবে?
আইপিএল নিলামে ১০টি দল ৪০৫ জন প্লেয়ারের জন্য দর হাঁকবে। এটি মিনি অকশন। রয়েছে মাত্র ৮৭টি স্লট। অর্থাত্ প্রতিটি দল সর্বোচ্চ দুজন করে প্লেয়ার কিনতে পারবে। ৪০৫ প্লেয়ারের মধ্যে ২৭৩ জন ভারতীয়, ১৩২ জন বিদেশি প্লেয়ার। ৪ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের।
অকশনে প্লেয়ারদের বেস প্রাইস কেমন?
১৯ জন বিদেশি প্লেয়ার তাঁদের বেস প্রাইস রেখেছেন ২ কোটি টাকা। ১১ জন প্লেয়ারের বেস প্রাইস দেড় কোটি টাকা। মনীষ পাণ্ডে, মায়াঙ্ক আগরওয়ালের বেস প্রাইস ১ কোটি টাকা।
আরও পড়ুন: IPL Auction 2023: IPL-এর নিলামে সাকিব-রুটরা, কত টাকা খরচ করতে পারবে KKR?
২ কোটি টাকা বেস প্রাইস: টম ব্যান্টন, শ্যাম কুরেন, ক্রিস জর্ডন, টাইমল মিলস, জেমি অ্যাবর্টন, ক্রেগ অ্যাবর্টন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, কেন উইলিয়মসন, জিমি নিসাম, রিলি রোসো, জেসন হোল্ডার, নিকোলাস পুরন।
আরও পড়ুন: IPL 2023: ডিসেম্বরেই IPL-র মিনি অকশন, নিলামে উঠবে ৯৯১ প্লেয়ারের নাম, কবে?
দেড় কোটি টাকার বেস প্রাইস: শন অ্যাবট, রিলে মেরেডিথ, জে রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, শাকিব আল হাসান, হ্যারি ব্রুক, বিল জ্যাক্স, ডেভিড মলান, জেসন রয়, শ্যাফর্ন রুদরফোর্ড, নাথন কুল্টর নাইল।
১ কোটি টাকার বেস প্রাইস: মায়াঙ্ক আগরওয়াল, মণীশ পাণ্ডে, মহম্মদ নবি, মুজিব রহমান, অ্যান্ড্রু টাই, জো রুট, ল্যুক বুড, মিচেল ব্রেসবেল, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম লেথাম, চিরেল মিচেল, কুশল পেরেইরা, তবরেজ সামসি।
কোন দলের হাতে কত টাকা?
মুম্বই ইন্ডিয়ান্সের হাতে রয়েছে ২০.০৫ কোটি টাকা, চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে ২০.৪৫ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালসের কাছে রয়েছে ১৯.৪৫ কোটি টাকা, গুজরাত টাইটান্সের হাতে রয়েছে ১৯.২৫ কোটি টাকা, কেকেআর-এর কাছে রয়েছে ৭.০৫ কোটি টাকা, লখনউ সুপার জায়ান্টস-এর কাছে রয়েছে ২৩.৩৫ কোটি টাকা, পঞ্জাব কিংসের কাছে রয়েছে ৩২.২ কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে ৮.৭৫ কোটি টাকা, রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে ১৩.২ কোটি টাকা, সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ৪২.২৫ কোটি টাকা।
আইপিএল-র মিনি অকশন দেখা যাবে স্টার স্পোর্টস ও জিও সিনেমা অ্যাপে।