আবারও অধিনায়ক হিসেবে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) হয়ে ক্যাপ্টেন্সি করতে দেখা গেল বিরাটকে। বৃহস্পতিবার পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে তাঁকে টস করতে আসতে দেখে সকলেই অবাক হয়ে যান। ফাফ ডু প্লেসি (Faf Du Plessis) কি তবে খেলছেন না? এই প্রশ্নই ঘুরতে থাকে আরসিবি সমর্থকদের মধ্যে। যদিও টসে এসেই গোটা ব্যাপারটা খোলসা করেন বিরাট। তিনি জানান, ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে আসবেন ফাফ ডু প্লেসি। সেই জন্যই বিরাট আজ অধিনায়ক। কোহলি ২০২২ আইপিএল মরসুমের আগে ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন, ফাফ ডু প্লেসিসকে নিলামে কেনা হয়েছিল ক্যাপ্টেন্সি করার জন্য। তবে, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে, ভারতীয় তারকা দলের অধিনায়ক হিসাবে ফিরেছিলেন।
কেন ইমপ্যাক্ট প্লেয়ার করা হল ফাফ ডু প্লেসিকে?
টস করতে এসে বিরাট জানান, 'ফাফ ডু প্লেসির পাঁজরে চোট রয়েছে। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পেয়েছিল ও। সেই জন্য আজ ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি। ওর ফিল্ডিং করার মতো পরিস্থিতি নেই।' ভিশাক এসেছেন তাঁর জায়গায়। ফাফ ব্যাট করবেন আর ভিশাক বোলিং করবেন। এ দিন টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন, পঞ্জাব ক্যাপ্টেন স্যাম কারেন। দীর্ঘদিন পর টস করতে এসে হারতে হলেও ঘাবড়াতে নারাজ বিরাট। দল এখন আরও বেশি ফোকাসড বলে মত কোহলির।
যদিও চার বিদেশি দলে ইতিমধ্যেই থাকায় ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে নামতে পারবেন না সিকান্দার রাজা। তবুও তাঁকে দলে রাখা হয়েছে। কোনও বিদেশি ক্রিকেটার যদি চোট পেয়ে আউট হন তবেই মাঠে নামতে পারবেন জিম্বাবোয়ের এই ক্রিকেটার।
উভয় দল:
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (প্লেয়িং ইলেভেন): বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেট কিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, সুয়াশ প্রভুদেসাই, হর্ষাল প্যাটেল, ওয়েইন পার্নেল, মহম্মদ সিরাজ।
পঞ্জাব কিংস (প্লেয়িং ইলেভেন): অথর্ব তাইডে, ম্যাথিউ শর্ট, হারপ্রীত সিং ভাটিয়া, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেট কিপার), শাহরুখ খান, হারপ্রীত ব্রার, নাথান এলিস, রাহুল চাহার, আর্শদীপ সিং।
পঞ্জাব কিংস ইমপ্যাক্ট সাবস্টিটিউট - প্রভসিমরান সিং, মোহিত রাঠে, শিবম সিং, ঋষি ধাওয়ান, সিকান্দার রাজা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ইমপ্যাক্ট সাবস্টিটিউট - ভিশাক বিজয়কুমার, ডেভিড উইলি, কর্ম শর্মা, আকাশ দীপ, অনুজ রাওয়াত।