scorecardresearch
 

IPL 2023 Shah Rukh Khan: দর্শন দিতেই বদলে গেল KKR, ৪ বছর পর ইডেনে 'পাঠান'

পঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নেমেছে দল। চারবছর পর ইডেনে দেখা গেল শাহরুখ খানকে (Shahrukh Khan)। দলের কর্ণধার স্বয়ং উপস্থিত ম্যাচ দেখতে। ঠাসা ইডেনে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় 'পাঠান' ছবির হিরোকে। শুধু শাহরুখ নন, ইডেনে ম্যাচে হাজির আরেক মালিক জুহি চাওলাও। ম্যাচ দেখতে এসেছেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থপও। 

Advertisement
শাহরুখ খান শাহরুখ খান

পঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে হারের পর ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নেমেছে দল। চারবছর পর ইডেনে দেখা গেল শাহরুখ খানকে (Shahrukh Khan)। দলের কর্ণধার স্বয়ং উপস্থিত ম্যাচ দেখতে। ঠাসা ইডেনে দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় 'পাঠান' ছবির হিরোকে। শুধু শাহরুখ নন, ইডেনে ম্যাচে হাজির আরেক মালিক জুহি চাওলাও। ম্যাচ দেখতে এসেছেন সঙ্গীত শিল্পী ঊষা উত্থপও। 

জল্পনা শোনা যাচ্ছিল, শাহরুখ খেলা দেখতে নাও আসতে পারেন। আজ সকালেই মুম্বইয়ের বিমানবন্দরে তাঁকে দেখা যায়। সেই সময় একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল কলকাতায় আসতে পারেন শাহরুখ। মুম্বইয়ের কালিনা বিমানবন্দ থেকে প্রাইভেট জেটে কলকাতায় চলে আসেন কিং খান। জুহি চাওলা আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি আসবেন মাঠে। তবে কিং খানকে দেখে সারপ্রাইজড ইডেনের দর্শকরা। যতবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে ততবারই উল্লাসে ফেটে পড়েছেন কেকেআর সমর্থকরা।

মাঠের বাইরে বিনোদন দিয়েছেন শাহরুখ। আর মাঠের মধ্যে রানের ফুলঝুড়ি কেকেআর ব্যাটারদের। আন্দ্রে রাসেল, ক্যাপ্টেন নীতিশ রানা দ্রুত আউট হয়ে গেলেও গুরবাজ, শার্দূল ঠাকুর, রিঙ্কু সিংরা নাইটদের ইনিংস নিয়ে গেলেন দারুণ জায়গায়। ইনিংস যখন শেষ হল তখন কেকেআর-এর রান ২০৪। ৪৪ বলে ৫৭ রান করেন ওপেন করতে নামা গুরবাজ। ছ'টা চার ও ৩টে ছক্কা মেরেছেন তিনি। উল্টোদিকে একের পর এক উইকেট পড়ে গেলেও পাল্টা আক্রমণ করতে থাকেন আফগান ব্যাটার।

৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা কেকেআরকে অক্সিজেন এনে দেন শার্দূল ঠাকুর ও রিঙ্কু সিং। ১৯২ রানের মাথায় আউট হন রিঙ্কু। দলের রানের গতি বাড়াতে গিয়ে আউট হন রিঙ্কু। ৩৩ বলে ৪৬ রান করেন তিনি। মাত্র ২০ বলে ৫০ করা শার্দূল তাঁর ইনিংস শেষ করেন ২৯ বলে ৬৮ রান করে। ৯টা চার ও ৩টে ছক্কা রয়েছে তাঁর ইনিংসে। দারুণ ব্যাটিং দেখে বারে বারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাহরুখও।

Advertisement

Advertisement