scorecardresearch
 

IPL 2023: আজ IPL-এ ইতিহাস, এমন ম্যাচ আগে কখনও দেখেনি দেশ

ক্রিকেট মাঠে দাদা-ভাইয়ের লড়াই এর আগে অনেক দেখা গিয়েছে। তবে আইপিএল-এ (IPL 2023) প্রথমবার দেখা যাচ্ছে অদ্ভুত একটা ঘটনা। রবিবার আইপিএল-এ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giabts) দল। যেখানে গুজরাতের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর লখনউ সুপার জায়েন্টসের নেতৃত্বে দেখা যাবে তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়াকে (Krunal Pandya)।

Advertisement
গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়েন্টস
হাইলাইটস
  • মুখোমুখি লখনউ ও গুজরাত
  • ক্রুনাল-হার্দিকের লড়াই

ক্রিকেট মাঠে দাদা-ভাইয়ের লড়াই এর আগে অনেক দেখা গিয়েছে। তবে আইপিএল-এ (IPL 2023) প্রথমবার দেখা যাচ্ছে অদ্ভুত একটা ঘটনা। রবিবার আইপিএল-এ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giabts) দল। যেখানে গুজরাতের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর লখনউ সুপার জায়েন্টসের নেতৃত্বে দেখা যাবে তাঁর ভাই ক্রুণাল পান্ডিয়াকে (Krunal Pandya)।

রাহুল চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় অধিনায়কত্ব পান ক্রুনাল 
গত বছরেই দুটি নতুন দল আইপিএল-এ প্রবেশ করে। এই দলগুলি হল গুজরাত টাইটানস (GT) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG)। প্রথম সিজনেই হার্দিককে অধিনায়ক করে সাফল্য পায় গুজরাত। সবাইকে চমকে দিয়ে প্রথম মরশুমেই গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। হার্দিককে গুজরাত ফ্র্যাঞ্চাইজি ১৫ কোটি টাকায় কিনেছিল। স্পিন অলরাউন্ডার ক্রুনালকে ৮.২৫ কোটি টাকায় কিনেছিল লখনউ দল। দলের  সহ-অধিনায়ক করা হয় ক্রুনালকে। আর দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় কেএল রাহুলের (KL Rahul) হাতে।  
এই মরশুমের শুরু থেকেই লখনউয়ের অধিনায়কত্ব করছিলেন কেএল রাহুল। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে ম্যাচে লখনউ দলের অধিনায়ক কেএল রাহুল চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। যার ফলে লখনউ দলের অধিনায়কত্ব চলে এসেছে ক্রুনালের হাতে। 

হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া

আরও পড়ুন:দিল্লিতে KKR-ক্যাপ্টেনের স্ত্রী'র পিছনে ঘুরে বেড়াচ্ছিল দুই যুবক, কারণ জানেন ?
অধিনায়কত্ব পান ক্রুনাল

হার্দিক এবং ক্রুনালের জুটি আইপিএল ইতিহাসে প্রথম দাদা-ভাই জুটি। ক্রুনাল তাঁর ১০৮তম আইপিএল ম্যাচে প্রথমবার অধিনায়কত্ব পেলেন। যদিও হার্দিক ৯২তম ম্যাচেই অধিনায়কত্ব পেয়েছিলেন। ২০২২ মরশুমের আগে, হার্দিক এবং ক্রুনাল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন। 

Advertisement
হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া
হার্দিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া

আরও পড়ুন: ধোনিদের বিরুদ্ধেও শূন্য রানে আউট রোহিত, এই নিয়ে IPL-এই ১৬ বার

গুজরাত-লখনউ ম্যাচে সম্ভাব্য প্লেয়িং-১১

গুজরাত টাইটান্স: ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল/মোহিত শর্মা (ইমপ্যাক্ট প্লেয়ার), হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন),বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মহম্মদ শামি, নূর আহমেদ এবং আলজারি জোসেফ। 
লখনউ সুপার জায়ান্টস: কুইন্টন ডিকক, কাইল মায়ার্স, করণ শর্মা, আয়ুষ বাদোনি/অমিত মিশ্র (ইমপ্যাক্ট প্লেয়ার), মার্কাস স্টয়নিস, ক্রুনাল পান্ডিয়া (ক্যাপ্টেন),নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কৃষ্ণাপ্পা গৌতম, মহসিন খান, আভেশ খান এবং রবি বিষ্ণোই। 


 

Advertisement