ইডেন গার্ডেন্সে (Eden Gardens), বৃহস্পতিবার মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এই ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে কেকেআর (KKR)। নাইটদের হয়ে বেশ ভালো পারফর্ম করেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। তাঁর ৪২ বলে ৫৭ রানের ইনিংস, ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দলের জন্য। যদিও বাকি ব্যাটসম্যানরা সেইভাবে রান পাননি।
জবাবে ব্যাট করতে নেমে, যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ৪৭ বলে ৯৮ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদেই সহজে লক্ষ্যমাত্রায় পৌঁছতে সক্ষম হয় রাজস্থান। সেইসঙ্গে, তাঁকে যোগ্য সঙ্গত করেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি ২৯ বলে ৪৮ রানের ইনিংস উপহার দেন। খুব সহজেই ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান। আর এই ম্যাচ হারের পরেই মুখ খোলেন ভেঙ্কটেশ।
তিনি জানান, ‘এই হারের দায় আমারও। কারণ, প্রচুর ডট বল খেলেছি। স্ট্রাইক রোটেট করে আরও বেশি খেলা উচিৎ ছিল। রাজস্থান সেইসময় অনেক চাপ দিতে শুরু করে। ম্যাচের শেষদিকে আমরা লড়াইতে ফিরতে পেরেছিলাম। কিন্তু এখন এইসব কথার কোনও মানে নেই।‘
ভেঙ্কটেশ আইয়ার আরও যোগ করেন, ‘রাজস্থান যেভাবে ফিল্ডিং করল, তাতে মিনিমাম ওঁরা ২০ রান বাঁচাতে সক্ষম হয়েছে। একটি টি-২০ ম্যাচে যা নিঃসন্দেহে অবিশ্বাস্য একটি ঘটনা। শুরুতেই দুটি উইকেট হারানোর পর ক্রিজে নতুন দুজন ব্যাটসম্যান আসে আমাদের। সেইসঙ্গে, ব্যাট করার জন্য পিচ মোটেই সহজ ছিল না। ফলে, রানের গতি অনেকটাই কমে যায়।‘
তিন বলেন, ‘উইকেটও মন্থর হয়ে গেছিল। নতুন বলে, আমরা স্পিন ব্যবহার করে সুবিধা নিতে চেয়েছিলাম। বল যদি প্ৰথম থেকেই ঠিকঠাকভাবে টার্ন করত, তাহলে ওঁদের ব্যাটসম্যানরা সমস্যায় পড়ত। এই রান ওঁদের পক্ষে সহজে চেজ করা মুশকিল হত। এই বিষয়ে আমাদের ম্যাচের পর অনেক কথা হয়েছে। কিন্তু আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজ করেনি।‘
ফলে, বোঝাই যাচ্ছে যে হারের পর বেশ চাপেই রয়েছে নাইট শিবির।