IPL 2023: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2023)-এ বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লেন। সোমবার (১ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যাচের পরে এই ঘটনা ঘটে। লো স্কোরিং ম্যাচে জয় পায় আরসিবি। আর তারপরেই একে অপরের দিকে তেড়ে যান গম্ভীর ও বিরাট।
কোহলি ও গম্ভীরের মধ্যে উত্তপ্ত বিতর্ক বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে ঠিক কী নিয়ে ঝামেলা হয় তা জানা না গেলেও, এটা স্পষ্ট যে ঝামেলা বেশ বড় আকার নিয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাকি খেলোয়াড় ও কর্মীদের উদ্ধারে আসতে হয়। এর ভিডিও ও ছবি বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে লখনউ দলের অমিত মিশ্র এবং বেঙ্গালুরু দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিসও দুই জনকে শান্ত করতে এগিয়ে এসেছিলেন।
#Naveen #ViratKohli𓃵
— Hemant (@Sportscasmm) May 1, 2023
Virat Kohli vs Gautam Gambhir
BIGGEST RIVALRY IN CRICKET
FIGHT FIGHT FIGHT pic.twitter.com/CpgMT64YNr
আইপিএল ২০১৩ তেও কোহলি এবং গম্ভীরের মধ্যে মারাত্মক ঝামেলা হয়েছিল। তখন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। তবে এবার তিনি লখনউ দলের মেন্টর। কোহলি সোমবারও আরসিবি দলের প্রাক্তন অধিনায়ক ছিলেন।
লখনউকে হারিয়ে দিল ব্যাঙ্গালোর
ম্যাচ জিততে লখনউয়ের সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছিল আরসিবি। জবাবে, কেএল রাহুলের নেতৃত্বে লখনউ দল ১০৮ রানেই গুটিয়ে যায়। ম্যাচ শেষে সব ক্রিকেটার একে অপরের সঙ্গে হাত মেলান। আর এরপরেই শুরু হয় ঝামেলা।
ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। ব্যাঙ্গালোরের হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক ডু প্লেসিস। তিনি ছাড়াও বিরাট কোহলি খেলেছেন ৩১ রানের ইনিংস। অন্যদিকে দীনেশ কার্তিক করেন ১৬ রান। লখনউয়ের হয়ে ৩ উইকেট নেন নবীন উল হক। অমিত মিশ্র ও রবি বিষ্ণোই ২টি করে উইকেট নেন।
লখনউয়ের সামনে ১২৭ রানের টার্গেট ছিল। তাদের অধিনায়ক কেএল রাহুল ফিল্ডিংয়ের সময় চোট পেয়ে বাইরে চলে যান। শেষ পর্যন্ত ব্যাট করতে এলেও দলকে জেতাতে পারেননি। লখনউয়ের দল মাত্র ১০৮ রানে গুটিয়ে যায়।
লখনউ দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন কৃষ্ণাপ্পা গৌতম। তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যানই ২০ রানের অঙ্ক স্পর্শ করতে পারেননি। ব্যাঙ্গালুরুর হয়ে কর্ণ শর্মা ও জশ হ্যাজেলউড নেন ২-২ উইকেট। মহম্মদ সিরাজ, হর্ষাল প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল এবং ওয়ানিন্দু হাসরাঙ্গা ১-১ সাফল্য পেয়েছেন।