মরসুম শুরু হওয়ার আগেই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে ক্যাপ্টেন করা হয়েছিল হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল, এবারের আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকবে তো? সেটাই সত্যি হল মঙ্গলবার। লখনউ সুপার জায়েন্টের (Lucknow Super Giant) কাছে হেরে ২০২৪-এর আইপিএল থেকে বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।
তিন নম্বরে উঠে এল লখনউ
৪ উইকেটে মুম্বইকে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখল কেএল রাহুলের লখনউ (Lucknow Super Giants)। আপাতত তাঁদের সংগ্রহ ১০ ম্যাচে ১২ পয়েন্ট। পয়েন্ট তালিকায় তাঁরা ৩ নম্বরে।
ঘরের মাঠে এ দিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেএল রাহুল (KL Rahul)। প্রথমে ব্যাট করতে নেমেই সমস্যায় পড়ে যায় হার্দিকের দল। শুরুটাই জঘন্য হয় মুম্বইয়ের। মাত্র ২৭ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে ফেলে তারা। রোহিত (৪), সূর্য (১০), তিলক (৭), হার্দিক (০) সকলেই চূড়ান্ত ব্যর্থ। অন্যপ্রান্তে খানিকটা লড়াই করেন ঈশান কিষান। তাঁর সংগ্রহ ৩২ রান। শেষদিকে নেহাল ওয়াধেরা ৪৬ এবং টিম ডেভিড ৩৫ রানের ইনিংস খেলে কোনওক্রমে মুম্বইকে ১৪৪ রানে পৌঁছে দেন।
এখনকার টি ২০ ক্রিকেটে ১৪৪ রান তাড়া করা কোনও ব্যাপার নয় যে কোনও দলের কাছে। তবে কেএল রাহুলদের সেই রান করতেই খেলতে হল শেষ ওভার অবধি। হারাতে হল ছয় উইকেট। মার্কাস স্টোয়নিস ৪৫ বলে ৬২ রানের ইনিংস খেলে লখনউকে জয়ের রাস্তা দেখান। কেএলে রাহুল ২২ বলে ২৮ রানের ইনিংস খেললেও, অপর ওপেনার আশনীর কুলকার্নি (০) দীপক হুডা (১৮) টার্নার (৫) আয়ুশ বাদোনি (৬) ব্যর্থ হন। লখনউকে শেষ অবধি জয়ের পথে নিয়ে যান নিকোলাস পূরাণ ও ক্রুণাল পান্ডিয়া। ১৪ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন পূরাণ। ১রান করে টিকে ছিলেন ক্রুণাল। চার বল বাকি থাকতেই জয় তুলে নেয় লখনউ।