scorecardresearch
 

IPL 2024 Auction Sold Players List: রেকর্ড সাড়ে ২০ কোটি টাকায় বিক্রি কামিন্স, IPL নিলামে কোন প্লেয়ার কত টাকায় কোন দলে? বিস্তারিত

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম চলছে। মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর নিলামে খেলোয়াড়দের ওপর যেন অর্থবৃষ্টি হচ্ছে। নিলামের সময়, রোভম্যান পাওয়েলকে প্রথম বিড দেওয়া হয়েছিল। তারপর অর্থবৃষ্টি হয় হ্যারি ব্রুক এবং ট্র্যাভিস হেডের মতো তারকাদের ওপর। কয়েক কোটি টাকায় কেনা হয়েছে অনেক খেলোয়াড়কে।

Advertisement
IPL 2024, IPL 2024 Auction IPL 2024, IPL 2024 Auction
হাইলাইটস
  • আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম চলছে
  • মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর নিলামে খেলোয়াড়দের ওপর যেন অর্থবৃষ্টি হচ্ছে

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৪-এর নিলাম চলছে। মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর নিলামে খেলোয়াড়দের ওপর যেন অর্থবৃষ্টি হচ্ছে। নিলামের সময়, রোভম্যান পাওয়েলকে প্রথম বিড দেওয়া হয়েছিল। তারপর অর্থবৃষ্টি হয় হ্যারি ব্রুক এবং ট্র্যাভিস হেডের মতো তারকাদের ওপর। কয়েক কোটি টাকায় কেনা হয়েছে অনেক খেলোয়াড়কে। আইপিএল ২০২৪-এর এই নিলামে কোন খেলোয়াড় কত টাকা পেল এবং কোন খেলোয়াড় কোন দলে গেল, দেখে নিন।

খেলোয়াড়দের তালিকা
১. রোভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) - ৭.৪০ কোটি টাকা, রাজস্থান রয়্যালস (বেস প্রাইস - ১ কোটি)
২. হ্যারি ব্রুক (ইংল্যান্ড) - ৪ কোটি টাকা, দিল্লি ক্যাপিটালস (বেস প্রাইস - ২ কোটি টাকা)
৩. ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) - ৬.৮০ কোটি টাকা, সানরাইজার্স হায়দেরাবাদ (বেস প্রাইস - ২ কোটি)
৪. ওয়ানিন্দু হাসরাঙ্গা (শ্রীলঙ্কা) - ১.৫০ কোটি, সানরাইজার্স হায়দ্রাবাদ (বেস প্রাইস - ১.৫ কোটি)
৫. রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) - ১,৮০ কোটি, চেন্নাই সুপার কিংস (বেস প্রাইস - ৫০ লক্ষ)
৬. শার্দুল ঠাকুর (ভারত) - ৪ কোটি, চেন্নাই সুপার কিংস (বেস প্রাইস - ২ কোটি)
৭. আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান) - ৫০ লক্ষ, গুজরাত টাইটানস (বেস প্রাইস - ৫০ লক্ষ)
৮. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া) - ২০.৫০ কোটি, সানরাইজার্স হায়দেরাবাদ (বেস প্রাইস- ২ কোটি)
৯. জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) - ৫ কোটি টাকা, মুম্বই ইন্ডিয়ান্স (বেস প্রাইস - ২ কোটি টাকা)
১০. হর্ষাল প্যাটেল (ভারত) - ১১.৭৫ কোটি, পঞ্জাব কিংস (বেস প্রাইস - ২ কোটি)

১১. ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) - ১৪ কোটি টাকা, চেন্নাই সুপার কিংস (বেস প্রাইস - ১ কোটি টাকা)
১২. ক্রিস ওকস (ইংল্যান্ড) - ৪.২০ কোটি, পঞ্জাব কিংস (বেস প্রাইস - ২ কোটি)

আরও পড়ুন

Advertisement

১৩. ট্রিস্টান স্টাবস (দক্ষিণ আফ্রিকা) - ৫০ লক্ষ, দিল্লি ক্যাপিটালস (বেস প্রাইস- ৫০ লক্ষ)
১৪. কেএস ভারত (ভারত) - ৫০ লক্ষ, কলকাতা নাইট রাইডার্স (বেস প্রাইস- ৫০ লক্ষ)
১৫. চেতন সাকারিয়া (ভারত) - ৫০ লক্ষ, কলকাতা নাইট রাইডার্স (বেস প্রাইস- ৫০ লক্ষ)
১৬. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) - ১১.৫০ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (বেস প্রাইস - ১ কোটি)

১৭. উমেশ যাদব (ভারত) - ৫.৮০ কোটি, গুজরাত টাইটানস (বেস প্রাইস - ২ কোটি)
১৮. শিবম মাভি (ভারত) - ৬.৪০ কোটি, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস (বেস প্রাইস - ৫০ লক্ষ)
১৯. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) - ২৪.৭৫ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স (বেস প্রাইস - ২কোটি টাকা)
২০. জয়দেব উনাদকাট (ভারত) - ১.৬ কোটি, সানরাইজার্স হায়দেরাবাদ (বেস প্রাইস - ৫০ লক্ষ)
 

মঙ্গলবার ৩৩২ জন খেলোয়াড় আছেন নিলামের তালিকায়। দুই সহযোগী দেশের প্লেয়ারদেরও রাখা হয়েছে। আইপিএল ২০২৪-এর ১০টি দলের কাছে মোট ৭৭ জন প্লেয়ারের জায়গা রয়েছে। অর্থাত্‍ ৩৩৩ জন প্লেয়ারের মধ্যে বিক্রি হবেন ৭৭ জনই। এর মধ্যে ২৩ জন প্লেয়ার রয়েছেন, যাঁদের বেস প্রাইস ২ কোটি টাকা। ১৩ জনের বেস প্রাইস ১.৫ কোটি। এছাড়া ১ কোটি, ৫০ লক্ষ, ৭৫ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকার বেস প্রাইসের প্লেয়ারও রয়েছেন।

প্যাট কামিন্স ইতিহাস গড়ে ফেললেন আইপিএল-এ। এই প্রথম কোনও প্লেয়ারের দাম ২০ কোটি টাকা পেরিয়ে গেল। কামিন্সকে ২০.৫০ কোটি টাকায় কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। কামিন্সকে কিনতে হায়দরাবাদ ও আরসিবি-র মধ্যে টক্কর চলছিল। শেষ পর্যন্ত নিলামে জিতল হায়দরাবাদ।

Advertisement