IPL 2024 CSK vs LSG: LSG-র বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি রুতুরাজের, ২১১ রানের লক্ষ্য দিল CSK

ওপেন করতে নেমে ২০ ওভার টিকে থেকে শতরান করলেন রুতুরাজ গায়কোয়াড। ক্যাপ্টেনকে দারুণ সঙগ্ত করলেন শিভম দুবে। লখনউ সুপার জায়ান্টসের সামনে ২১১ রানের লক্ষ্য দিল চেন্নাই সুপার কিংস। অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নামেন রুতুরাজ। রাহানে এই ম্যাচেও রান পাননি। 

Advertisement
LSG-র বিরুদ্ধে দারুণ সেঞ্চুরি রুতুরাজের, ২১১ রানের লক্ষ্য দিল CSKরুতুরাজ গায়কওয়াদ সিএসকে আইপিএল 2024

ওপেন করতে নেমে ২০ ওভার টিকে থেকে শতরান করলেন রুতুরাজ গায়কোয়াড। ক্যাপ্টেনকে দারুণ সঙগ্ত করলেন শিভম দুবে। লখনউ সুপার জায়ান্টসের সামনে ২১১ রানের লক্ষ্য দিল চেন্নাই সুপার কিংস। অজিঙ্ক রাহানের সঙ্গে ওপেন করতে নামেন রুতুরাজ। রাহানে এই ম্যাচেও রান পাননি। 

প্রথম ওভারের শেষ বলেই রাহানেকে আউট করেন ম্যাট হেনরি। ডান দিকে ঝাঁপিয়ে ভাল ক্যাচ ধরেন লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুল। এই ম্যাচে দলে সুযোগ পাওয়া ক্রিকেটার ড্যারিল মিচেলও রান পাননি। ১১ রান করে যশ ঠাকুরের বলে ফেরেন তিনি। চার নম্বরে নামা রবীন্দ্র জাডেজা ১৬ রান করেন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করছিলেন রুতুরাজ। ঝুঁকি না নিয়ে মাটিতে ঘেষা বেশি শট খেলছিলেন দলের অধিনায়ক। মাত্র ২৮ বলে ৫০ করেন রুতুরাজ। জাডেজা আউট হওয়ার পরে শিবম মাঠে নামেন। শুরুতে একটু ধীরে খেলতে থাকলেও ম্যাচ এগোতেই, হাত খুলতে শুরু করেন তিনি। যশের এক ওভারে পর পর তিনটি ছক্কা মারেন শিবম।

একটা সময় মনে হচ্ছিল, ১৬০-৭০ রানের বেশি হবে না চেন্নাইয়ের। কিন্তু রুতুরাজ ও শিবমের জুটি দলকে এগিয়ে নিয়ে যান। ধীরে ধীরে নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন রুতুরাজ। পর পর দু’বলে ছক্কা ও চার মেরে আইপিএলে নিজের দ্বিতীয় শতরান করেন চেন্নাই ক্যাপ্টেন। ২০০ রানের বেশি করার লক্ষ্য নিয়ে খেলছিলেন দুই ব্যাটার। লখনউয়ের পেসারেরা চাপে পড়ে বাজে বল করছিলেন। 

২২ বলে ৫০ রানের ইনিংস খেলেন শিবম। তিনিও কোনও বোলারকে রেয়াত করেননি। শতরানের জুটি হয় দুই ব্যাটারের মধ্যে। ২৭ বলে ৬৬ রান করে রান আউট হন শিবম। শেষ দু’বলের জন্য ব্যাট করতে নামেন ধোনি। কিন্তু স্ট্রাইক নিচ্ছিলেন রুতুরাজ। শেষ বলে ব্যাট করার সুযোগ পেয়ে চার মারেন ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। রুতুরাজ ১০৮ রান করে অপরাজিত থাকেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement