scorecardresearch
 

IPL 2024 CSK vs PBKS: ধোনির ব্যর্থতা ঢাকলেন জাদেজা. পঞ্জাবকে হারিয়ে ৩ নম্বরে এল CSK

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্জাব কিংসকে (PBKS) ২৮ রানে হারিয়ে দিয়েছে। রবিবার (৫ মে) ধর্মশালার অনুষ্ঠিত এই ম্যাচে পঞ্জাবের সামনে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য দেয় চেন্নাই। যা তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৩৯ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে চলতি মরসুমে ১১টি ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, ১১ ম্যাচে এটি ছিল পঞ্জাব কিংসের সপ্তম হার। এ মরসুমে তাদের আর খুব একটা আশা নেই।

Advertisement
চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) চেন্নাই সুপার কিংস (CSK) পঞ্জাব কিংসকে (PBKS) ২৮ রানে হারিয়ে দিয়েছে। রবিবার (৫ মে) ধর্মশালার অনুষ্ঠিত এই ম্যাচে পঞ্জাবের সামনে জয়ের জন্য ১৬৮ রানের লক্ষ্য দেয় চেন্নাই। যা তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১৩৯ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। রুতুরাজ গায়কওয়াড়ের নেতৃত্বে চলতি মরসুমে ১১টি ম্যাচের ৬টিতে জিতে পয়েন্ট টেবিলের তিন নম্বরে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, ১১ ম্যাচে এটি ছিল পঞ্জাব কিংসের সপ্তম হার। এ মরসুমে তাদের আর খুব একটা আশা নেই।
 
চেন্নাই সুপার কিংসের জয়ের নায়ক ছিলেন রবীন্দ্র জাদেজা, যিনি অলরাউন্ড পারফর্ম করেছিলেন। প্রথমে ব্যাট করে ৪৩ রান করেন এবং তারপর তিনটি উইকেটও নেন। জাদেজা ছাড়াও, সিমারজিৎ সিং এবং তুষার দেশপান্ডেও চেন্নাইয়ের দিক থেকে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। দুই ফাস্ট বোলারই নেন দুটি করে উইকেট। পঞ্জাব কিংসের হয়ে ব্যাটিংয়ে দলকে জেতাতে পারতেন প্রভাসিমরান সিং এবং শশাঙ্ক সিং। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আসা প্রভাসিমরান ৩০ রান করেন এবং শশাঙ্ক সিং ২৭ রান করেন। 

খাতাও খুলতে পারেননি ধোনি
টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস ১৬৭ রান করে। সিএসকে-র হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রবীন্দ্র জাদেজা। জাদেজা ২৬ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন। অধিনায়ক রুতুরাজ গায়কওয়াদ ৩২ রান এবং ড্যারিল মিচেল ৩০ রানের ইনিংস খেলে দলের রান ভাল জায়গায় নিয়ে যান। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং প্রথম বলেই আউট হন। হর্ষাল প্যাটেলের বলে ক্লিন বোল্ড হন তিনি। পঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন হর্ষাল প্যাটেল ও রাহুল চাহার। যেখানে আরশদীপ সিং দুটি সাফল্য পেয়েছেন।

এই ম্যাচে মুস্তাফিজুর না খেললেও জিততে সমস্যা হয়নি সিএসকের। দেশের হয়ে খেলতে বাংলাদেশে ফিরে গিয়েছেন বাঁ হাতি এই ফাস্ট বোলার। 

আরও পড়ুন

Advertisement

Advertisement