IPL 2024 Final KKR vs SRH: ১০ বছর পর চ্যাম্পিয়ন KKR, হায়দরাবাদকে হেলায় হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন KKR

IPL 2024 Final  KKR vs SRH Match Live Score: চ্যাম্পিয়ন কলকাতা। আট উইকেটে হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার ট্রফি জিতল কলকাতা।  

Advertisement
১০ বছর পর চ্যাম্পিয়ন KKR, হায়দরাবাদকে হেলায় হারিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন KKR মিচেল স্টার্ক

IPL 2024 Final  KKR vs SRH Match Live Score: চ্যাম্পিয়ন কলকাতা। আট উইকেটে হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার ট্রফি জিতল কলকাতা।  

প্রযুক্তির গোলযোগে আউট গুরবাজ

১০২ রানে ২ উইকেট হারাল কলকাতা। আউট হলেন গুরবাজ। 

৫০ পেরল কেকেআর

দারুণ ছন্দে গুরবাজ। ছন্দে ভেঙ্কটেশ আইয়ারও। চ্যাম্পিয়ন হওয়া থেকে ৬১ রান দূরে কলকাতা। 

আউট নারাইন

১১ রানে প্রথম উইকেট হারাল কেকেআর। ৬ রান করে আউট নারাইন। উইকেট নিলেন প্যাট কামিন্স।  

১১৩ রানে শেষ হায়দরাবাদ

২৩ রানের মধ্যেই শেষ দুই উইকেট হারাল হায়দরাবাদ। তৃতীয় ট্রফি জিততে ১১৪ রান করতে হবে কলকাতাকে। 

প্লেড অন ক্লাসেন

৯০ রানে ৮ উইকেট হারাল হায়দরাবাদ। আউট ক্লাসেন। উইকেট নিলেন হর্ষিত রানা।  

আউট সামাদও

বাইরের বলে খোঁচা মেরে আউট সামাদও। ৭৭ রানেই ৭ উইকেট হারাল হাদরাবাদ। 

আউট শাহবাজও

৭১ রানে ৬ উইকেট হারাল শাহবাজ। উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। দারুণ ছন্দে কেকোর স্পিনার। পরপর উইকেট হারিয়ে চাপে হায়দরাবাদ। 

এসেই উইকেট রাসেলের

আউট মার্করামও। ১১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭০ রান হায়দরাবাদের। দারুণ ছন্দে কেকেআর বোলাররা। রাসেলের বলে শট খেলতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মার্করাম। 

দুই উইকেট হর্ষিতের

৪৭ রানে ৪ উইকেট হারাল SRH। হের উইকেট তুলে নিলেন হর্ষিত। ১৩ করে আউট নীতিশ কুমার। ৪৭ রানে ৪ উইকেট হারাল SRH। আউট স্যুইং বুঝতেই পারেননি নীতিশ। বল ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় গুরবাজের হাতে।   

ফের উইকেট হারাল SRH

আউট রাহুল ত্রিপাঠীও। বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল উপরে উঠে যায়। রমনদীপ ক্যাচ ধরতে ভুল করেননি। ২১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ্দারুন ছন্দে স্টার্ক।  ২ উইকেট নিয়ে নিলেন তিনি।  

আউট হেডও

কট বিহাইন্ড হলেন ট্রাভিস হেড। ০ রানেই বৈভব আরোরার বলে আউট হলেন হেড। ৬ রানে ২ উইকেট চাপে পড়ে গেল হায়দরাবাদ। পাওয়ার প্লেতে ফের সফল কেকেআর বোলাররা।  

Advertisement

 

প্রথম ওভারেই উইকেট হারাল হায়দরাবাদ

স্বপ্নের বোলিং অজি ফাস্ট বোলারের। বলটা মিডলে পড়ে, শেষদিকে আউটস্যুইং করে। উড়ে যায় অভিষেকের অফ স্ট্যাম্প। ২ রানে প্রথম উইকেট হারায় হায়দরাবাদ।

দুই দলে কারা?

কেকেআর- সুনীল নারাইন, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ার: অনুকুল রায়, মনীশ পান্ডে, নীতীশ রানা, কেএস ভরত, শেরফেন রাদারফোর্ড

SRH- ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, এইডেন মার্করাম, নীতীশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, টি নটরাজন


এসআরএইচ ইমপ্যাক্ট খেলোয়াড় আব্দুল সামাদ, মায়াঙ্ক মারকান্ডে, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, উমরান মালিক

টসে জিতল হায়দরাবাদ

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের। আরও একবার টসে হারলেন শ্রেয়াস। 

POST A COMMENT
Advertisement