IPL 2024: টিপস চাইলেন হার্দিক, ক্যাপ্টেন্সি হারানোর 'রাগ' দেখালেন রোহিত?

অনুশীলন ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) থেকে টিপস চাইলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্র্যাকটিস ম্যাচে ক্যাপ্টেন হার্দিককে (Hardik Pandya) দাঁড়াতেই দেননি পাঁচ বার মুম্বইকে আইপিএল (IPL 2024) জেতানো ক্যাপ্টেন। তবে ভাইরাল হওয়া ভিডিওতে রোহিতকে কিছুই বলতে দেখা যায়নি।

Advertisement
টিপস চাইলেন হার্দিক, ক্যাপ্টেন্সি হারানোর 'রাগ' দেখালেন রোহিত?রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া
হাইলাইটস
  • হার্দিকের কথায় পাত্তাই দিলেন না রোহিত?
  • MI -এর প্র্যাকটিসে নতুন বিতর্ক?

অনুশীলন ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) থেকে টিপস চাইলেন হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্র্যাকটিস ম্যাচে ক্যাপ্টেন হার্দিককে (Hardik Pandya) দাঁড়াতেই দেননি পাঁচ বার মুম্বইকে আইপিএল (IPL 2024) জেতানো ক্যাপ্টেন। তবে ভাইরাল হওয়া ভিডিওতে রোহিতকে কিছুই বলতে দেখা যায়নি। এর আগে হার্দিকের এক ওভারে ২টি চার ও একটি ছক্কা মেরেছেন রোহিত। দু'টো পুল মেরে বাউন্ডারি পান রোহিত। আর একটি বাউন্ডারি আসে অফসাইডে শট খেলে। ফলে আইপিএল-এ তিনি যে ছন্দে রয়েছেন তা জানান দিয়ে দিলেন মুম্বইয়ের প্রাক্তন ক্যাপ্টেন। 

এর আগে অনুশীলনে হার্দিক পান্ডিয়া রোহিত শর্মাকে জড়িয়ে ধরেন। সেই ভিডিও এবার ভাইরাল হচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্স এই ভিডিওটি ২০ মার্চ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। এ নিয়ে মুম্বাইকে ট্রোল করেছেন ভক্তরা। অনেক ব্যবহারকারী বলেছেন যে রোহিত, হার্দিককে আলিঙ্গন করতে মোটেও আগ্রহী ছিলেন না। এমনটাই মনে হচ্ছে এই ভিডিও দেখে। তবে, হার্দিক মুম্বইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ট্রোলের স্বীকার হয়েছেন। সম্প্রতি, মুম্বই ইন্ডিয়ান্সের সংবাদিক সম্মেলনে হার্দিকও, রোহিতের অধিনায়কত্ব এবং গুজরাত দল নিয়ে করা প্রশ্ন করায় অস্বস্তিতে পড়েছিলেন। গত মরসুম অবধিও হার্দিক গুজরাত টাইটান্সের ক্যাপ্টেন ছিল। আর এবার মুম্বই দলে যোগ দিয়ে তিনি ক্যাপ্টেন হয়েছেন। পাঁচবার আইপিএল জেতা রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় ক্ষোভ বেড়েছে ফ্যানদের মধ্যে। সেই ক্ষোভ এখনও যে কমেনি তা আবারও বোঝা গেল।


একটি ভিডিও শেয়ার করেছে মুম্বই

২০ মার্চ নিজেই মুম্বই ইন্ডিয়ান্স আরেকটি ভিডিও শেয়ার করেছে, কিন্তু রোহিতকে এই ভিডিওতে দেখা যায়নি। এ নিয়ে মুম্বইকেও বেশ ট্রোলড করা হয়েছে। কিছু ভক্ত এই ভিডিওতে মন্তব্য করেছেন। রোহিত আম্পায়ারিং করছেন কিনা তাও জিজ্ঞাসা করেছেন। এই আইপিএলে, মুম্বই দল প্রথম ম্যাচ খেলবে হার্দিকের নেতৃত্বে ২৪ মার্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে।

বিশ্বকাপের পর আর খেলেননি হার্দিক পান্ডিয়া
এবারে আইপিএল-এ বেশ চাপে থাকবেন হার্দিক। একদিকে তাঁর নিজের পারফরম্যান্স আর অন্যদিকে দলের। ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে মারাত্মক চোট পান হার্দিক। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আর খেলতেই পারেননি এই অলরাউন্ডার। এরপর সরাসরি আইপিএল-এ নামছেন। ফলে চাপ তো থাকবেই। পাশাপাশি ক্যাপ্টেন্সি তাঁর হাতে। রোহিতের পর ক্যাপ্টেন হিসেবেও পারফর্ম করার চাপ নিয়েই খেলতে নামতে হবে তাঁকে। 
    

Advertisement

POST A COMMENT
Advertisement