ডিসেম্বর মাসের শেষেই মিনি নিলামে ঘর গুছিয়ে নিয়েছে সব দল। ২০২৪ মরসুমের আইপিএল-এ এবার নানা চমক। ঘরে ফিরেছেন গৌতম গম্ভীর ও হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে মাঠে ফিরছেন ঋষভ পন্তও। ফলে আসন্ন আইপিএল-ও দারুণ জমে যাবে। ফোকাসে থাকবে পাঁচটি বিষয়। নজর রাখবে কোন বিষয়গুলির দিকে?
পন্তের ফেরত আসা
এই মরসুমে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যাবে ঋষভ পন্তকে। গতবছর বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন পন্ত। গত ১ বছরে ২২ গজে ফিরতে কঠিন লড়াই করতে হয়েছে তাঁকে। দুর্ঘটনার আগে দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল পন্তকে। তাই ফের তাঁকে মাঠে খেলতে দেখতে মুখিয়ে রয়েছেন সমর্থকরা।
ধোনির শেষ আইপিএল?
এটাই কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? তা নিয়েও নানা জল্পনা। তবে মনে করা হচ্ছে, এরপর আর তাঁকে খেলতে দেখা যাবে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালেই অবসর নিয়েছেন, ক্রিকেট আর ধোনির সম্পর্ক এখন শুধু সিএসকের হলুদ জার্সির সুতোয় বাধা। ২০২৪ সালের আইপিএল শেষেই থালার ক্রিকেট অধ্যায়। শেষ হবে? নতুন বছরের শুরু থেকেই সেই জল্পনা শুরু।
ঘরে ফিরলেন বুমরা
রোহিত জমানা শেষে নতুন অধ্যায় শুরু হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের। ২০২৪ সালে এই দলের নেতৃত্বে থাকবেন হার্দিক পাণ্ডিয়া। গুজরাত থেকে রেকর্ড অর্থের বিনিময়ে পাণ্ডিয়াকে ঘরে ফিরিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত-বুমরাহের মতো ক্রিকেটার দলে থাকলেও তাঁর হাতেই তুলে দেওয়া হয়েছে দলের ভার। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধ্যায় শুরু হতে চলেছে ২০২৪ সালের আইপএলে।
কেকেআর-এ গম্ভীর
কলকাতা নাইট রাইডার্সে মেন্টর হিসেবে ফেরত এসেছেন গৌতম গম্ভীর। দুইবার কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন অধিনায়ক হিসাবে। এবার গম্ভীর মেন্টরের ভূমিকায়। ঘরের ছেলেকে দলে ফিরি্য়ে বড় চমক দিয়েছে কেকেআর। ১০ বছর পর আবার গম্ভীরকে ঘিরেই ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কেকেআর শিবির।
চ্যাম্পিয়ন হতে পারবে আরসিবি?
২০০৮ সাল থেকেই তারকা খচিত দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ১৬ বছরে একবারও ট্রফি জিততে পারেনি বিরাট কোহলির দল। একবার ২০১৬ সালে ফাইনালে উঠতে পেরেছিল আরসিবি। এবারেও ট্রফি জিততে শক্তিশালী দল গড়েছে তারা।