ইশান কিশান বিসিসিআইকেকেআর-এর (Kolkata knight Riders) কাছে ১৮ রানে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ম্যাচ হারলেও রেকর্ড গড়লেন ঈশান কিষান (Ishan Kishan)। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে উইকেটে পেছনে দাঁড়িয়ে সবচেয়ে বেশি উইকেট তুলে নেওয়ার নজির গড়ে ফেললেন ঈশান। এর আগে এই রেকর্ড ছিল কুইন্টন ডি ককের। উইকেটের পেছেনে ৪৭টি উইকেট তুলে নিয়েছিলেন ডি কক। আর এবার ঈশান তাঁকে টপকে গেলেন। তাঁর নেওয়া উইকেটের সংখ্যা ৪৮।
শনিবারের ম্যাচে টসে হারলেও ম্যাচ জিতে নেয় কেকেআর। বৃষ্টি বিঘ্নিত ১৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রেয়স আয়ারেরা করেন ৭ উইকেটে ১৫৭ রান। জবাবে ৮ উইকেটে ১৩৯ তুললেন হার্দিক পান্ডিয়ারা। ১৮ রানে জিতে যায় কেকেআর। ইডেনে এ বারের আইপিএলের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে যায় কেকেআর। দুই ওপেনার ফিল সল্ট (৬) এবং সুনীল নারাইন (শূন্য) রান পাননি। এ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪ বার শূন্য রানে আউট হলেন নারাইন। রান পাননি ক্যাপ্টেন শ্রেয়াসও (৭)। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া কেকেআরের ইনিংস সামাল দেন ভেঙ্কটেশ আয়ার এবং নীতীশ রানা। তিন নম্বরে নেমে বেঙ্কটেশ করেন ২১ বলে ৪২ রান। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ২টি ছয়। চোট সারিয়ে প্রথম ম্যাচের পর মাঠে ফেরা নীতীশের ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৩ রান। কেকেআর ভাইস ক্যাপ্টেন মারেন ৪টি চার এবং ১টি ছয়। বড় রান না পেলেও দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিংহেরা। রিঙ্কু করেন ১২ বলে ২০। রাসেলের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৪ রান।
মুম্বইয়ের বোলারদের মধ্যে যশপ্রীত বুমরা ছাড়াও ভাল বল করেন পীযূষ চাওলা। ২৮ রানে ২ উইকেট চাওলার। বুমরা ২ উইকেট নেন ৩৯ রান খরচ করে। ৩১ রানে ১ উইকেট নুয়ান তুষারার। ২৪ রানের বিনিময় ১ উইকেট নেন অনশুল কাম্বোজ।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিশান। ঝাড়খণ্ডের তরুণ উইকেটরক্ষক-ব্যাটারই বেশি আক্রমণ করতে থাকেন। ইডেনের ২২ গজে কেকেআরের কোনও বোলারকেই সমীহ করেন নি তিনি। ঈশান করেন ২২ বলে ৪০ রান। মারলেন ৫টি চার এবং ২টি ছয়। তবে ভালবাসার ইডেনে বড় রান পেলেন না রোহিত। ২৪ বল খেলে মাত্র ১৯ রান করে আউট হন তিনি। ১টি করে চার এবং ছয় আসে তাঁর ব্যাট থেকে। ভাল শুরু করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ফেলায় খালি হআতেই ফিরতে হল হার্দিকদের। রান পেলেন না সূর্যকুমার যাদব (১৪ বলে ১১), হার্দিক (৪ বলে ২), টিম ডেভিড (০), নেহাল ওয়াধেরা (৩)।