পরপর তিন ম্যাচ জিতে শীর্ষে নিজেদের জায়গা আরও পাকা করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ফেলল কেকেআর। বুধবার অল্পের জন্য ২৭৭ রান ছাপিয়ে যাওয়ার রেকর্ড হাতছাড়া করলেও আঙ্গকৃষ রঘুবংশি যে গৌতম গম্ভীরদের দারুণ আবিষ্কার তা স্বীকার করবেন সকলেই। এর জন্য নাইট স্কাউট দলকে ধন্যবাদ দিতেই হয়। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ২৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি।
শুরুতেই ফিল সল্টের উইকেট হারালেও রঘুবংশি ও সুনীল নারিন দারুণ ব্যাটিং করতে থাকেন। ১০৪ রানের জুটি গড়ে তোলেন দুই জনে। মাত্র ৩৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন নারিন। সাতটা চার ও সাতটা ছক্কায় সাজানো তাঁর ইনিংস। ইশান্ত শর্মার বলে আন্দ্রে রাসেল যখন আউট হন তখন ২৭৭ পেরতে পারবে কিনা তা নিয়ে আলচনা চলছে। মাত্র ১৯ বলে ৪১ রানের ইনিংস খেলে শেষ ওভারে আউট হন তিনি। এর মাঝেই ২২ রান করে আউট হন রিঙ্কু সিং। ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আজও ব্যর্থ। ১৮ রান করে আউট হন তিনি। ২৭২ রানে শেষ হয় কলকাতার ইনিংস।
বল হাতে দুইদিন হতাশ করলেও এদিন ভাল ছন্দে ছিলেন মিশেল স্টার্ক। দুই উইকেট নিলেন তিনি। এটা স্বস্তি দেবে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ ব্যর্থ হন। মিশেল মার্শ, অভিষেক পোড়েল রানই করতে পারেননি। কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ক্যাপ্টেন ঋষভ পন্ত ও ত্রিস্তান স্টাবস। ২৫ বলে ৫৫ রান করে আউট হন পন্ত। ৩২ বলে ৫৪ রান করে স্টাবস আউট হতেই সমস্ত আশা শেষ হয়ে যায় দিল্লির। মাত্র ১৬৬ রানেই শেষ হয়ে যায় দিল্লির ইনিংস।