IPL 2024 KKR vs DC: বাদ যেতে পারেন ২৪ কোটির স্টার্ক, KKR-এর সম্ভাব্য একাদশে কারা?

বিশাখাপত্তনমে আইপিএল-এ (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি সবে জয়ের রাস্তায় ফেরত এসেছে। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে কেকেআর। ফলে বুধবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর (Gautam Gambhir), শ্রেয়াস আইয়ারদের। প্রথম দুই ম্যাচে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার বিরাট ভূমিকা নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের। অর্থাৎ কোনও এক তারকার উপর নির্ভর করে নয়, দলগত সংহতিই কেকেআর-এর মূলধন।

Advertisement
বাদ যেতে পারেন ২৪ কোটির স্টার্ক, KKR-এর সম্ভাব্য একাদশে কারা?বোলিং কোচ ভরত অরুনের সঙ্গে স্টার্ক
হাইলাইটস
  • দুই ম্যাচে ১০০ রান খেয়েছেন স্টার্ক
  • বাদ পড়তে পারেন DC-র বিরুদ্ধে

বিশাখাপত্তনমে আইপিএল-এ (IPL 2024) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি সবে জয়ের রাস্তায় ফেরত এসেছে। অন্যদিকে পরপর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে ফুটছে কেকেআর। ফলে বুধবার বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য গৌতম গম্ভীর (Gautam Gambhir), শ্রেয়াস আইয়ারদের। প্রথম দুই ম্যাচে কেকেআরের জয়ে একাধিক প্লেয়ার বিরাট ভূমিকা নিয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানাদের। অর্থাৎ কোনও এক তারকার উপর নির্ভর করে নয়, দলগত সংহতিই কেকেআর-এর মূলধন। 

তবুও চিন্তায় টিম ম্যানেজমেন্ট
তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সবথেকে বড় চিন্তার কারণ তারকা পেসার মিচেল স্টার্কের অফ ফর্ম। ২ ম্যাচে ৮ ওভার বল করে বিনা উইকেটে ১০০ রান খরচ করেছেন স্টার্ক। ফলে এই ম্যাচে স্টার্ককে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটাই এখন দেখার। দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ার কে হবে তা নিয়ে রয়েছে জল্পনা। স্টার্ককে ফের সুযোগ দেওয়া হবে না অজি তারকার পরিবর্তে খেলবে অন্য কোনও ক্রিকেটার। দলে আর কোনও পরিবর্তন হতে পারে কিনা তা নিয়েও রয়েছে জল্পনা।

কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
স্পোর্টস ১৮, ভিএইচ ১ চ্যানেল থাকলে মাচ সরাসরি দেখতে পাবেন। তবে লাইভ স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা থাকতে হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে কলকাতা-দিল্লির এই ম্যাচ। তবে তার ঠিক আধ ঘন্টা আগে হবে টস। সেটাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।  

কোন দলে কারা থাকতে পারেন?
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, অনুকুল রায়, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অঙ্গক্রিশ রঘুবংশী (ইমপ্যাক্ট প্লেয়ার)।
কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খালিল আহমেদ, রাসিখ দার (ইমপ্যাক্ট প্লেয়ার)।

Advertisement


 

POST A COMMENT
Advertisement