scorecardresearch
 

IPL 2024 KKR vs GT: KKR প্লে অফে, আজ সামনে গুজরাত, ফ্যান্টাসি দল কীভাবে সাজালে মুনাফা?

প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। শীর্ষে থাকার লড়াইয়ে সোমবার গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে কলকাতা। প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলে ফাইনালে যেতে সুবিধা হবে। সেই কারণেই শেষ দুই ম্যাচ জিতে তা নিশ্চিত করতে চাইবেন শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সোমবার পিচ কেমন থাকবে?

Advertisement
কেকেআর বনাম গুজরাত কেকেআর বনাম গুজরাত

প্রথম দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। শীর্ষে থাকার লড়াইয়ে সোমবার গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছে কলকাতা। প্রথম দুইয়ের মধ্যে থাকতে পারলে ফাইনালে যেতে সুবিধা হবে। সেই কারণেই শেষ দুই ম্যাচ জিতে তা নিশ্চিত করতে চাইবেন শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সোমবার পিচ কেমন থাকবে?

পিচে সুবিধা পাবেন কারা?
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটাররা সবসময়ই সুবিধা পান। গত ম্যাচে এই মাঠে দুই ব্যাটার সেঞ্চুরি করেছেন। আশা করা যাচ্ছে, সোমবারের ম্যাচেও তাই ব্যাটাররাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। এই মাঠে ৩২টি আইপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাট করা দল জিতেছে ১৪টি ম্যাচ। আর পরে ব্যাট করা দল জিতেছে ১৮ ম্যাচ। প্রথমে ব্যাট করলে এই স্টেডিয়ামে গড় রান ১৭১ থেকে ১৮০। শিশির পড়ার সম্ভাবনা খুব একটা নেই। ফলে টসে জিতে পরে ব্যাটিং করার চেষ্টা করতে পারেন টসে জেতা ক্যাপ্টেন।

হেড টু হেডে কারা এগিয়ে?
আইপিএলের ইতিহাসে কেকেআর ও গুজরাত দল মোট তিনবার মুখোমুখি হয়েছে, যার মধ্যে গুজরাত জিতেছে ২টি ম্যাচ, আর কেকেআর মাত্র একটিতে জিতেছে। পরিসংখ্যানে গুজরাত এগিয়ে থাকলেও এবারের আইপিএল-এ দারুণ ছন্দে কলকাতা। অন্যদিকে প্লে অফের লড়াইয়ে কোনওমতে টিকে রয়েছে গুজরাত। এই ম্যাচে তাদের জিততেই হবে।            

আরও পড়ুন

দুই দলে কারা থাকতে পারেন?
গুজরাত টাইটান্স সম্ভাব্য একাদশ:
শুভমান গিল (ক্যাপ্টেন), ঋদ্ধিমান সাহা (উইকেট কিপার), সাই সুধারসন, শাহরুখ খান, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, বিজয় শঙ্কর, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, স্পেন্সার জনসন।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, আংক্রিশ রাঘবংশী, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার (ক্যাপ্টেন), আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Advertisement

ড্রিম টিম কীভাবে সাজাবেন?
উইকেট কিপার: ফিল সল্ট

ব্যাটার: সাই সুধারসন (ভাইস ক্যাপ্টেন), শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার

অলরাউন্ডার: আন্দ্রে রাসেল, সুনীল নারিন (ক্যাপ্টেন), শাহরুখ খান

বোলার: রশিদ খান, নূর আহমেদ, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

Advertisement