IPL 2024 KKR vs LSG: ফ্রিতে দেখা যাবে KKR vs LSG ম্যাচ, কখন কীভাবে দেখবেন?

রবিবার কলকাতা (Kolkata Knight Riders) সামনে লখনউ (Lucknow Super Giants)। নববর্ষের দিনে সেই ম্যাচে গতবারের হারের দুঃখ ভুলতে চাইবে কেকেআর। ইডেনে বরাবরই স্পোর্টিং উইকেট হয়। এবারের আইপিএল-এও (IPL) প্রচুর রান উঠেছে ইডেনের মাঠে। তবে এখনও অবধি ইডেনে একটাই ম্যাচ হয়েছে। সেখানে রানের ফুলঝুরি হয়েছে।

Advertisement
ফ্রিতে দেখা যাবে KKR vs LSG ম্যাচ, কখন কীভাবে দেখবেন?কলকাতা ও লখনউ দল

রবিবার কলকাতা (Kolkata Knight Riders) সামনে লখনউ (Lucknow Super Giants)। নববর্ষের দিনে সেই ম্যাচে গতবারের হারের দুঃখ ভুলতে চাইবে কেকেআর। ইডেনে বরাবরই স্পোর্টিং উইকেট হয়। এবারের আইপিএল-এও (IPL) প্রচুর রান উঠেছে ইডেনের মাঠে। তবে এখনও অবধি ইডেনে একটাই ম্যাচ হয়েছে। সেখানে রানের ফুলঝুরি হয়েছে।

কীভাবে ফ্রিতে দেখবেন এই ম্যাচ?

কলকাতার বিরুদ্ধে দুপুর সাড়ে তিনটের সময় খেলতে নামবে লখনউ। তিনটের সময় টস হবে। এই ম্যাচ দেখা যাবে ফ্রিতেই। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমায়। তবে টিভিতেও দেখা যাবে এই ম্যাচ। স্টার স্পোর্টসে সরাসরি দেখা যাবে এই ম্যাচ। 

সবুজ-মেরুন জার্সি পরে নামবে লখনউ

ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবেন কে এল রাহুলরা। সোশাল মিডিয়ায় ক্রিকেটারদের সবুজ-মেরুন জার্সি পরা ছবি পোস্ট করে এমনটাই জানান হল লখনউ দলের তরফে। সেই সঙ্গে ক্যাপশনে লেখা ‘বড় খেলার জন্য নতুন রং’। পাশে সবুজ ও মেরুন রঙের ভালোবাসার ইমোজি। তার সঙ্গে বাংলায় লেখা, ‘কাল দেখা হবে’। গত বছরও ইডেনের ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার মালিকাধীন দল।

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে মুখ খুলেছেন গম্ভীর

দলের তরুন ক্রিকেটারদের ফর্ম নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেন, 'দলের তরুণ ক্রিকেটারদের চাপের মুখে পারফরমেন্সে খুশি মেন্টর গম্ভীর। চাপের মুহূর্তে দলের তরুণ ক্রিকেটার দারুন পারফর্ম করছে। এটা দলের জন্য খুবই ভালো ব্যাপার। দল যে সঠিক পথে রয়েছে এটা তারই প্রমাণ। কোচ বা মেন্টর শুধু মুখে পরামর্শ দিতে পারে। মাঠে গিয়ে খেলতে হয় ক্রিকেটারদেরই। আমাদের ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভালো। ভালো ড্রেসিংরুম থাকলে উইনিং ড্রেসিংরুম হয়।' 

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নাইটরা। লখনউয়ের পয়েন্টও ৬। তবে তাঁরা একটি ম্যাচ বেশি খেলেছে। দুদলই চাইবে প্লে অফের লড়াইয়ে নিজেদের এগিয়ে রাখতে।

Advertisement

POST A COMMENT
Advertisement