scorecardresearch
 

IPL 2024 KKR vs LSG: বাঙালি নববর্ষে ইডেনে কলকাতা VS 'সবুজ-মেরুন', কেন?

রবিবার কলকাতার (Kolkata Knight Riders) বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ (Lucknow Super Ginats)। মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giants) সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিল লখনউ দল। গত মরসুমেও কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরেই মাঠে নেমেছিল লখনউ। এবারেও দেখা যাবে এই দৃশ্য। 

Advertisement
লখনউ সুপার জায়েন্ট লখনউ সুপার জায়েন্ট

রবিবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামবে লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Ginats)। মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giants) সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিল লখনউ দল। গত মরসুমেও কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে সবুজ-মেরুন জার্সি পরেই মাঠে নেমেছিল লখনউ। এবারেও দেখা যাবে এই দৃশ্য। 

সোমবারই আইএসএল-এর (ISL) লিগ শিল্ড জেতার লক্ষ্য নিয়ে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। তার একদিন আগে এমন সিদ্ধান্ত নেওয়ায় মোহনবাগান সমর্থকরা বেশ খুশি। আগে শোনা গিয়েছিল, মোহনবাগানের ম্যাচে নাকি কেএল রাহুলরা আসতে পারেন। গত মরসুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে সেই দলকে সম্মান জানতে প্রথমবার সবুজ-মেরুন জার্সি পরে নেমেছিল লখনউ। সঞ্জীব গোয়েঙ্কার দল সেবার ১ রানে হারিয়ে দিয়েছিল কেকেআর-কে। 

চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে দুই নম্বরে রয়েছে কেকেআর। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট আট। আর চার ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দুই নম্বরে কেকেআর। পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে লখনউ সুপার জায়েন্টস। পাঁচ ম্যাচে রাহুলদের পয়েন্ট ছয়। এই ম্যাচ জিততে পারলে পয়েন্ট তালিকায় অনেকটাই উঠে আসতে পারবে লখনউ। সে ক্ষেত্রে ছয় ম্যাচে আট পয়েন্ট হবে তাদের। পাশাপাশি নতুন দলে মেন্টর হিসেবে মর্যাদার লড়াই লড়তে হবে গৌতম গম্ভীরকে। গত মরসুম অবধিও লখনউতে মেন্টর হিসেবে কাজ করেছেন গম্ভীর। আর এবার এসেছেন কেকেআর-এ। 

গম্ভীর কলকাতার দলে যোগ দেওয়ার পরেই গোটা দল বদলে গিয়েছে। ওপেন করতে নেমে দারুণ রান করছেন সুনীল নারিন। দলের নতুন তারকারাও দারুণ ছন্দে। ব্যাট করার সুযোগ পেলেই মাঠে চার ও ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন আন্দ্রে রাসেল। এমন অবস্থায় লখনউ কী পারবে কলকাতাকে পরপর দুই ম্যাচ হারিয়ে পয়েন্ট টেবিলে উঠে আসতে পারবে LSG? সেটাই এখন প্রশ্ন।                       

আরও পড়ুন

Advertisement

 

Advertisement