IPL 2024 KKR vs MI: মুম্বইয়ের বিরুদ্ধে KKR দলে পরিবর্তন? ফ্যান্টাসি দল সাজান এভাবে

দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে জেতার পর ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর (Kolkata Knight Riders)। ইতিমধ্যেই আইপিএল-এ (IPL 2024) ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান (Rajasthan Royals)। এই ম্যাচ জিততে পারলে সঞ্জু স্যামসনদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে মাত্র ২। 

Advertisement
মুম্বইয়ের বিরুদ্ধে KKR দলে পরিবর্তন? ফ্যান্টাসি দল সাজান এভাবে KKR vs MI

দিল্লির (Delhi Capitals) বিরুদ্ধে জেতার পর ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বইয়ের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর (Kolkata Knight Riders)। ইতিমধ্যেই আইপিএল-এ (IPL 2024) ছয় ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান (Rajasthan Royals)। এই ম্যাচ জিততে পারলে সঞ্জু স্যামসনদের সঙ্গে পয়েন্টের ব্যবধান দাঁড়াবে মাত্র ২। 

কেমন থাকবে মুম্বইয়ের আবহাওয়া?

মুম্বইয়ে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। তবে গরম খুব বেশি থাকবে না। ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। যদিও বাতাসে আপেক্ষিক আদ্রতা ৭০ শতাংশ থাকতে পারে। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শিশির একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তাই টস জিতে ফিল্ডিং নিলে অবাক হওয়ার কিছু নেই।   

পিচ কেমন থাকবে?
মুম্বইয়ের পিচ ব্যাটারদের জন্য স্বর্গ। বল ভাল ব্যাটে আসে। ইনিংস শুরুর সময় সিম মুভমেন্ট থাকে। ফলে পেস বোলাররা বাড়তি সুবিধা পান। বাউন্ডারি অনেকটা ছোট হওয়ায় দারুণ উত্তেজক ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। ফলে পরে ব্যাট করলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। 

পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে কেকেআর। আর ৯ নম্বরে মুম্বই। প্লে অফে যাওয়ার সম্ভাবনা যে নেই তা বুঝেই এই ম্যাচে ঝাঁপাবে মুম্বই। পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে এবার মান রক্ষার লড়াই। আর কেকেআর-এর জন্য এই ম্যাচ প্লে অফ নিশ্চিত করার চ্যালেঞ্জ। 

কেকেআর দলে কারা থাকতে পারেন?
ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী
 

মুম্বইয়ের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (সি), নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি, শ্রেয়াস গোপাল, জাসপ্রিত বুমরা।  

ফ্যান্টাসি দল- সুনীল নারাইন (ক্যাপ্টেন), ফিল সল্ট (ভাইস ক্যাপ্টেন), ঈশান কিশান (উইকেটকিপার), বেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, আন্দ্রে রাসেল, হার্দিক পান্ডিয়া, জেরাল্ড কোয়েটজি, জাসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী    

Advertisement

POST A COMMENT
Advertisement