scorecardresearch
 

IPL 2024 KKR vs MI: ফিরলেন KKR ভাইস ক্যাপ্টেন নীতিশ, রোহিতকে ছাড়াই নামল মুম্বই!

অবশেষে দলে সুযোগ পেলেন ভাইস ক্যাপ্টেন। কেকেআর দলে এমন অবস্থা যে সহ অধিনায়কও খেলার সুযোগটাই পাচ্ছেন না। ওপেনে ফিল সল্ট ও সুনীল নারাইন ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। পরের দিকে অঙ্গকৃষ বা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও রান পাচ্ছেন। জায়গা হচ্ছে না নীতিশের। শেষ হোম ম্যাচে তাই নীতিশকে ফেরানোর সিদ্ধান্ত নিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। অঙ্গকৃষের জায়গায় দলে এসেছেন তিনি। 

Advertisement
রোহিত শর্মা ও নীতিশ রানা রোহিত শর্মা ও নীতিশ রানা

অবশেষে দলে সুযোগ পেলেন ভাইস ক্যাপ্টেন। কেকেআর দলে এমন অবস্থা যে সহ অধিনায়কও খেলার সুযোগটাই পাচ্ছেন না। ওপেনে ফিল সল্ট ও সুনীল নারাইন ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। পরের দিকে অঙ্গকৃষ বা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারও রান পাচ্ছেন। জায়গা হচ্ছে না নীতিশের। শেষ হোম ম্যাচে তাই নীতিশকে ফেরানোর সিদ্ধান্ত নিল কেকেআর টিম ম্যানেজমেন্ট। অঙ্গকৃষের জায়গায় দলে এসেছেন তিনি। 

মুম্বই দলেও পরিবর্তন হয়েছে। দলে নেই রোহিত শর্মা। মুম্বইয়ের ব্যাটিং-এর সময়, রোহিতকে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে হার্দিক পান্ডিয়ারা ব্যবহার করেন কিনা সেটাই দেখার। তবে প্রথম দলে রোহিত নেই। শুক্রবার অনুশীলনের সময়ও রোহিতকে দুইবার নেটের সামনে যেতে দেখা গেলেও প্র্যাক্টিসে ব্যাট হাতে দেখা যায়নি। তখন থেকেই সন্দেহ জেগেছিল। এর মধ্যেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে দেখা যায়, রোহিত বলছেন,'সব বদলে যাচ্ছে। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি। আমার কিছু যায় আসে না, এটা আমার শেষ বছর।'

ইডেনে বৃষ্টির কারণে ২০ ওভারের নয় ম্যাচ হবে ১৬ ওভারের। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও, জল জমে থাকায় তা শুরু হয় রাত সওয়া ন'টায়। ফের টস হারেন শ্রেয়াস আইয়ার। ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই।    

Advertisement

কেকেআর একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, নীতীশ রানা, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিংকু সিং, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
কেকেআর ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা - সুয়শ শর্মা, অনুকুল রায়, বৈভব অরোরাম আংক্রিশ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ

  

আরও পড়ুন

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ: নমন ধীর,  ঈশান কিশান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড, আনশুল কম্বোজ, পীযূষ চাওলা, জসপ্রিত বুমরা, নুয়ান থুশারা

এমআই ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকা - রোহিত শর্মা, শামস মুলানি, শিবালিক শর্মা, মহম্মদ নবী, কার্তিকেয় সিং

Advertisement