IPL 2024 KKR vs PBKS: অবিশ্বাস্য সেঞ্চুরি বেয়ারস্টোর, আট বল বাকি থাকতেই জয় পঞ্জাবের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ম্যাচে পঞ্জাব কিংস (PBKS) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আট উইকেটে হারিয়েছে। শুধু তাই নয়, ২৬২ রান তাড়া করে জয় পেয়েছে পঞ্জাব। ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেন জনি বেয়ারস্টোরা। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেট এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল রান চেজ। ৯ ম্যাচের মধ্যে পঞ্জাব কিংসের তৃতীয় জয়। অন্যদিকে, আট ম্যাচে এটি কেকেআরের তৃতীয় হার।

Advertisement
অবিশ্বাস্য সেঞ্চুরি বেয়ারস্টোর, আট বল বাকি থাকতেই জয় পঞ্জাবেরজনি বেয়ারস্টো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ম্যাচে পঞ্জাব কিংস (PBKS) কলকাতা নাইট রাইডার্সকে (KKR) আট উইকেটে হারিয়েছে। শুধু তাই নয়, ২৬২ রান তাড়া করে জয় পেয়েছে পঞ্জাব। ৮ বল বাকি থাকতেই জয় তুলে নেন জনি বেয়ারস্টোরা। এটি ছিল টি-টোয়েন্টি ক্রিকেট এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল রান চেজ। ৯ ম্যাচের মধ্যে পঞ্জাব কিংসের তৃতীয় জয়। অন্যদিকে, আট ম্যাচে এটি কেকেআরের তৃতীয় হার।


পঞ্জাব কিংসের জয়ের নায়ক ছিলেন জনি বেয়ারস্টো। বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। সেই ইনিংসে ছিল ৮টা চার ও ৯টা ছক্কা। শশাঙ্ক সিংও মাত্র ২৮ বলে ৬৮ রানের অপরাজিত থাকেন। শশাঙ্ক মারেন আটটি ছক্কা ও দুটি চার মারেন। প্রভাসিমরান সিং মাত্র ২০ বলে ৫৪ রান করেন। তিনি মারেন চারটি চার ও পাঁচটি ছক্কা।

১৬ ওভারেই ২০০ পেরিয়ে যায় কলকাতা (Kolkata Knight Riders)। আর ইনিংস যখন শেষ হল তখন কলকাতার রান ২৬১। ইডেন গার্ডেন্সে যা সর্বোচ্চ। পঞ্জাবের (Punjab Kings) বিরুদ্ধে ঘরের মাঠে ওপেন করতে নেমে সুনীল নারিন (Sunil Narine) ও ফিল সল্ট (Phil Salt) দারুণ শুরু করেন। প্রথম দুই ওভারে কিছুটা শান্ত থাকলেও, সোম বাড়তেই গোটা মাঠের বিভিন্ন প্রান্তে উড়ে যেতে থাকে বল। দুই ওপেনারই হাফ সেঞ্চুরি করেন। পার পাননি কেউই। এর মধ্যেই পঞ্জাব একের পর এক ক্যাচ মিস করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। 

চতুর্থ ওভার শেষ হওয়ার আগেই বিনা উইকেটে ৫০ পেরিয়ে যায় কেকেআর। ৩২ বলে ৭১ রান করে নারিন যখন আউট হন তখনই কেকেআর-এর রান ১৩৮। ১০ ওভার ৩ বলে এই রান তোলেন দুই ওপেনার। আর সেটাই মঞ্চ গড়ে দেয় বড় রান করার। উল্টোদিলে ৩১ বলে ৬০ রান করেন সল্ট। ৬টা চার ও ৬টা ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে তাঁর পার্টনার নারিন মারেন ৯টা চার ও চারটে ছক্কা। 

Advertisement

দুই ওপেনার আউট হওয়ার পরে আন্দ্রে রাসেল ১২ বলে ২৪ রানের ইনিংস খেলেন। ভেঙ্কটেশ আইয়ার করেন ২৩ বলে ৩৯ রান। ১০ বলে ২৮ রান ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ারের। যদিও রিঙ্কু সিং এদিন ফিনিশারের কাজটা করতে পারেননি। ৫ রান করে ফেরেন তিনি। ভেঙ্কটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ারের পার্টনারশিপ ১৮ বলে ৪৩ রানের আর রাসেলের সঙ্গে ভেঙ্কটেশের জুটি ১৮ বলে ৪০। এই দুই পার্টনারশিপই ২৫০ পার করে দেয় কেকেআরকে।  

শেষদিকে ১৮তম ওভারে শ্রেয়াস আইয়ার পঞ্জাব ক্যাপ্টেন স্যাম কারেনের ওভারে ২৪ রান তোলেন। চার ওভার বল করে এক উইকেট নিলেও ৬০ রান দিয়েছেন কারেন। শুধু তিনি নন, মার খেয়েছেন আর্শদীপও। চার ওভারে ২ উইকেট নিলেও দিয়েছেন ৪৫ রান। ২ ওভারে ৩৭ রান দেওয়ায় হর্ষল প্যাটেল আর বল করার সুযোগই পাননি। 
 

POST A COMMENT
Advertisement