IPL 2024 KKR vs RCB: RCB-র বিরুদ্ধে জিততেই হবে শ্রেয়াসদের, হারলে কী হবে KKR-এর?

রবিবার ঘরের মাঠে মরসুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসি (Faf Du Plessis), বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে দিয়েছে কেকেআর। কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও, এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।

Advertisement
RCB-র বিরুদ্ধে জিততেই হবে শ্রেয়াসদের, হারলে কী হবে KKR-এর? IPL 2024 নিলাম: গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ যাত্রায়। সৌজন্যে: PTI

রবিবার ঘরের মাঠে মরসুমের সপ্তম ম্যাচে খেলতে নামছে কলকাতা (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসি (Faf Du Plessis), বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্রথম পর্বে আরসিবিকে সহজে হারিয়ে দিয়েছে কেকেআর। কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগে নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম। রাজস্থানের (Rajasthan Royals) বিরুদ্ধে ২২৩ রান করেও ইডেনে হারের ধাক্কা থেকে বেরিয়ে আসতে মরিয়া নাইটরা। আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও, এই ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর।


তবে আরসিবি ম্যাচে নামার আগে আশঙ্কার খবর কেকেআরের জন্য। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করে নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দরাবাদ দিল্লিকে হারানোয় দ্বিতীয় স্থানও খোয়ায় কেকেআর। ৭ ম্যাচে ৬ জয় সহ মোট ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রাজস্থান রয়্যালস। ৭ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর ৬ ম্যাচে ৪ জয় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স। বর্তমানে লিগ টেবিলের যা অবস্থা তাতে এই ম্যাচ হেরে গেলে আরও নীচে নেমে যেতে পারে কেকেআর।

কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকা নয়, ৮ পয়েন্ট নিয়ে শ্রেয়স আইয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হচ্ছে মেন্টক গৌতম গম্ভীর, কোচ চন্দ্রকান্ত পণ্ডিতদের। লিগ টেবিলে উপরের দিকে উঠতে হলে অন্তত দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়া আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও ২টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলে লিগ টেবিলে বেশ ভাল জায়গায় থাকবে কেকেআর। সেই কারণেই রবিবারের ম্যাচ জিততে হেব নাইটদের। 

কখন কীভাবে দেখবেন ম্যাচ?
দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত এই ম্যাচ ফ্রিতেই লাইভ দেখতে পাবেন জিও সিনেমায়। পাশাপাশি ম্যাচ দেখা যাবে টিভিতেও। স্পোর্টস ১৮ চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।  

Advertisement

POST A COMMENT
Advertisement