scorecardresearch
 

IPL 2024 KKR vs RCB: বিরাটের ব্যাট ভেঙে বেকায়দায় রিঙ্কু, বাধ্য হয়ে কোহলির দিব্যি কাটতে হল KKR ব্যাটারকে!

২৯ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি-র (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে গিয়ে বিরাট কোহলির (Virat Kohli) থেকে ব্যাট নিয়েছিলেন কেকেআর-এর (Kolkata Knight Riders) রিঙ্কু সিং (Rinku Singh)। নেটে ব্যাট করার সময় তা ভেঙে যায়। আরও একবার কেকেআর এর মুখোমুখি আরসিবি। বিরাট কোহলিকে সামনে পেয়ে ফের একই আবদার করে বসলেন কেকেআর-এর ফিনিশার রিঙ্কু। আর এমনভাবে তিনি ব্যাট চাইলেন, যা দেখে হাসি থামাতে পারলেন না নেটিজেনরা। 

Advertisement
রিঙ্কু সিং ও বিরাট কোহলি রিঙ্কু সিং ও বিরাট কোহলি

২৯ মার্চ বেঙ্গালুরুতে আরসিবি-র (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে গিয়ে বিরাট কোহলির (Virat Kohli) থেকে ব্যাট নিয়েছিলেন কেকেআর-এর (Kolkata Knight Riders) রিঙ্কু সিং (Rinku Singh)। নেটে ব্যাট করার সময় তা ভেঙে যায়। আরও একবার কেকেআর এর মুখোমুখি আরসিবি। বিরাট কোহলিকে সামনে পেয়ে ফের একই আবদার করে বসলেন কেকেআর-এর ফিনিশার রিঙ্কু। আর এমনভাবে তিনি ব্যাট চাইলেন, যা দেখে হাসি থামাতে পারলেন না নেটিজেনরা। 

প্রথমে ভয়ে বিরাটের থেকে সরাসরি ব্যাট চাইতে পারেননি রিঙ্কু। প্রথমে কথা শুরু করেন, বিরাটের দেওয়া ব্যাটটা ভেঙে গিয়েছে বলে। তারপর নানা ধরণের কথা বলতে থাকলেও, আরেকবার ব্যাট চাওয়ার সাহস দেখাতে পারেননি। অভিজ্ঞ বিরাট নিজেই বুঝে যান সে কথা। তাই ব্যাট দেওয়ার বিষয়ে কোনও উচ্চবাচ্য করেননি। শেষপর্যন্ত আর থাকতে না পেরে সরাসরি ব্যাট চেয়ে বসেন রিঙ্কু। সটান বলে দেন যে ‘তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না।’ যদিও বিরাট সাফ জানিয়ে দেন যে দুটি ম্যাচে দুটি ব্যাট দেবেন নাকি? তারপর তিনি চলে যান। পরে তিনি রিঙ্কুকে ব্যাট দিয়েছেন কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি। এই কথোপকথনের মাঝে, নিজের ব্যাট নিয়েও অনুযোগ করতে শোনা যায় রিঙ্কুকে। 

এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে খোদ নাইট রাইডার্স। যা দেখে নেটিজেনদের একাংশ বেশ মজা পেয়েছেন। পাশাপাশি কেকেআর সমর্থকদের দাবি, ওই ব্যাট দিয়েই আরসিবিকে হারিয়ে দেবেন রিঙ্কু। এক নেটিজেন বলেন, ‘ব্যাট চাওয়ার ধরনটা বেশ ক্যাজুয়াল।’ সেইসঙ্গে হাসির ইমোজি দিয়েছেন। অপর একজন বলেন, ‘রিঙ্কু ভাই, এই ব্যাট দিয়েই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আজ ইডেনে আরসিবির বিরুদ্ধে নামবে কেকেআর) উড়িয়ে দিও।’ এক নেটিজেন বলেন, ‘তোমার দিব্যি, আর ব্যাট ভাঙব না। হাহা!!’ গত মরসুম থেকেই দারুণ ছন্দে কেকেআর-এর এই ব্যাটার। দারুণ পারফর্ম করে জায়গা করে নিয়েছেন ভারতীয় দলেও।

Advertisement

রবিবারের ইডেনে সেই ফর্মে রিঙ্কু জ্বলে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার। এই ম্যাচ জিততে পারলে দ্বিতীয় স্থান ফেরত পাবে কেকেআর। হেরে গেলে নেমে যেতে হতে পারে চার বা পাঁচ নম্বরে।      

আরও পড়ুন

Advertisement