scorecardresearch
 

IPL 2024 KKR: ম্যাচ জিতিয়েও শাস্তির কবলে KKR-এর হার্ষিত, কেন?

আইপিএল ২০২৪-এর (IPL 2024) প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেনে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৪ রানে হারিয়ে দিয়েছে তারা। এই জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন কেকেআর বোলার হার্ষিত রানা (Harshit Rana)। তবে সেই রানাকেই এবার পড়তে হল শাস্তির মুখে। ম্যাচ ফির ৬০ শতাংশ কাটা গেল তাঁর। পাশাপাশি ফেয়ার প্লে পয়েন্টও কাটা গেল কেকেআর-এর। 

Advertisement
ফাইন হল হার্ষিতের ফাইন হল হার্ষিতের
হাইলাইটস
  • ম্যাচ ফি কাটা গেল হার্ষিতের
  • ম্যাচ জিতিয়েও সমস্যায় তরুণ বোলার

আইপিএল ২০২৪-এর (IPL 2024) প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ইডেনে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) ৪ রানে হারিয়ে দিয়েছে তারা। এই জয়ে বড় ভূমিকা পালন করেছিলেন কেকেআর বোলার হার্ষিত রানা (Harshit Rana)। তবে সেই রানাকেই এবার পড়তে হল শাস্তির মুখে। ম্যাচ ফির ৬০ শতাংশ কাটা গেল তাঁর। পাশাপাশি ফেয়ার প্লে পয়েন্টও কাটা গেল কেকেআর-এর। 
 

কেন শাস্তি পেলেন হার্ষিত?
২০৯ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন হর্ষিত রানা। তবে উইকেট নেওয়ার পর মেজাজ হারিয়ে ফেলেন তিনি। উইকেট নেওয়ার পর হর্ষিত রানা মায়াঙ্কের কাছে গিয়ে ফ্লাইং কিস দেন। প্যাভিলিয়নে ফেরার সময় মায়াঙ্ককে বোলারের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর এর জেরেই জরিমানা হল কেকেআর বোলারের। তবে ম্যাচ জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেন দিল্লির এই তরুণ ফাস্ট বোলার। 

শেষ ওভারে SRH-কে ১৩ রান করতে দেননি হর্ষিত
শেষ ওভারে ১৩ রান টি২০ ক্রিকেটের যুগে কোনও ব্যাপারই নয়। শেষ ওভারের প্রথম বলেই ছক্কা খেয়ে যান হর্ষিত রানা। এরপর পরের বলে এক রান দেন। এরপর তৃতীয় বলে শাহবাজ আহমেদকে আউট করেন হর্ষিত। চতুর্থ বলে মার্কো জ্যানসেন সিঙ্গেল নিয়ে ক্লাসেনকে স্ট্রাইক দেন। পঞ্চম বলে বড় শট মারতে গিয়ে সুয়াশ শর্মার হাতে ধরা পড়েন ক্লাসেন। শেষ বলে পাঁচ রান করতে হত, কিন্তু প্যাট কামিন্স একটিও রান করতে পারেননি। ২২ বছর বয়সী হর্ষিত রানা দিল্লির বাসিন্দা। ২০ লাখ টাকার বেস প্রাইস দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে হর্ষিতকে।

আরও পড়ুন

দারুণ পারফর্ম করেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাত্র ২৫ বলে  ৬৪ রানের দুর্দান্ত ইনিংস তাঁর। ইনিংস সাজানো ছিল সাতটা ছক্কা ও তিনটে চারে। পাশাপাশি বল হাতেও নিয়েছেন দুই উইকেট। 

Advertisement


 

TAGS:
Advertisement