IPL 2024 KKR vs SRH: ঝড় তুলেছেন প্র্যাক্টিসে, শনিবার SRH-এর বিরুদ্ধে খেলবেন এই KKR ওপেনার?

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে একাধিক ওপেনার। তাতেও গতবার সমস্যা থেকে বেরোতে পারেনি তারা। রহমানুল্লা গুরবাজ, বেঙ্কটেশ আয়ারদের সঙ্গে এ বার ইংল্যান্ডের ফিল সল্টও আছেন। প্রস্তুতি ম্যাচে সল্ট ভাল খেলেছেন। তবে টুর্নামেন্ট শুরু হলে কেমন খেলেন সেটাই দেখার। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের (KKR VS SRH) বিরুদ্ধে নামবে কেকেআর (Kolkata Knight Riders)।

Advertisement
ঝড় তুলেছেন প্র্যাক্টিসে, শনিবার SRH-এর বিরুদ্ধে খেলবেন এই KKR ওপেনার?IPL 2024 নিলাম: গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্স দীর্ঘ যাত্রায়। সৌজন্যে: PTI
হাইলাইটস
  • এই মরসুমে যোগ দিয়েছেন সল্ট
  • শাহরুখের সিনেমা দেখছেন ওপেনার

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলে একাধিক ওপেনার। তাতেও গতবার সমস্যা থেকে বেরোতে পারেনি তারা। রহমানুল্লা গুরবাজ, বেঙ্কটেশ আয়ারদের সঙ্গে এ বার ইংল্যান্ডের ফিল সল্টও আছেন। প্রস্তুতি ম্যাচে সল্ট ভাল খেলেছেন। তবে টুর্নামেন্ট শুরু হলে কেমন খেলেন সেটাই দেখার। শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদের (KKR VS SRH) বিরুদ্ধে নামবে কেকেআর (Kolkata Knight Riders)।

আইপিএল খেলতে মুখিয়ে রয়েছেন ইংল্যান্ড ওপেনার। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'কেকেআরে যোগ দিয়ে দারুণ লাগছে। খুব ভাল একটা দল। মেন্টর গৌতম গম্ভীর এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত আমাদের পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে কী ভাবে খেলতে হবে। মেন্টর হিসাবে গম্ভীর সকলকে নিজেদের ভূমিকা পরিষ্কার করে বুঝিয়ে দেয়। ও খুব দায়িত্ববান। কাজ নিয়েই থাকতে পছন্দ করে। দলের সকলের সঙ্গে খুব মজাও করে।'যদিও শনিবার দলে তাঁর জায়গা হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। সল্ট বলেন, 'আমি এখনও জানি না শনিবার খেলার সুযোগ পাব কি না'

শাহরুখের সিনেমা দেখছেন সল্ট

কেকেআর দলের মালিক শাহরুখ খানের সঙ্গে এখনও দেখা করা হয়নি সল্টের। তবে শনিবার তিনি ইডেনে থাকবেন বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শাহরুখ খানের বেশ কিছু সিনেমা দেখে ফেলেছেন সল্ট। বলেন, 'আমি শাহরুখের কথা আগেই শুনেছি। ও বিরাট বড় তারকা। আমি বেশ কিছু সিনেমাও দেখেছি শাহরুখের।' অবসর সময়ে গলফ খেলতে পছন্দ করেন সল্ট। ক্রিকেট থেকে ছুটি পেলে গলফ খেলতে চলে যান তিনি।
কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে Jio Cinema অ্যাপ ইনস্টল করতে হবে। পাশাপাশি জিও সিনেমার ওয়েবসাইটেও লাইভ স্ট্রিমিং করা হবে।কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ শুরুর সময় ভারতীয় সময় রাত ৮টায়। টস হবে সন্ধে ৭.৩০ মিনিটে।

POST A COMMENT
Advertisement