চলতি মরসুমে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) খুবই ভাল পারফরম্যান্স করছে। মোট ছয়টি ম্যাচের মধ্যে কলকাতা চারটিতে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলে তাঁরা এখন আট পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাসেল, সুনীল নারাইন সহ বাকি খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে বেশ খুশি সমর্থকরাও। বেশ কয়েকবছর ধরে অনেক প্লেয়ারদেরই ধরে রেখেছে শাহরুখ খানের দল। কিন্তু জানেন কী এই দলের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ কত?
নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির বর্তমান মালিক বলিউডের বাদশা শাহরুখ খান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর সময় কলকাতা নাইট রাইডার্সের তিন জন মালিক ছিলেন। কিং খানের পাশাপাশি জুহি চাওলা এবং জয় মেহতারও মালিকানা ছিল। ২০০৮ সালে প্রায় ৬২৬ কোটি টাকার বিনিময় রেড চিলিজ এন্টারটেইনমেন্টের থেকে কিনেছিলেন তাঁরা। কলকাতা ইতিমধ্যে দু'বার (২০১২, ২০১৪) চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নিয়েছে। চেন্নাই ও মুম্বইয়ের পর খেতাব জয়ের নিরিখে তাঁরা তৃতীয় স্থানে রয়েছে। এক প্রতিবেদনে জানা গেছে বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের ব্র্যান্ড ভ্যালু প্রায় ৬৫৫ কোটি টাকা যা বাকি দল গুলোর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে।
বর্তমানে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ১.১ মিলিয়ান ডলার ছাড়িয়ে গিয়েছে। ভারতীয় মুদ্রায় যে হিসাবটা দাঁড়ায় প্রায় ৯,১৪৭ কোটি টাকা। শেষ এক দশকে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অনেক গুলো দল নিয়ে এসেছে। যেমন ত্রিনবাগো নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এই সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে বাকি ফ্র্যাঞ্চাইজির দলগুলো অনেকটাই সাহায্য করেছে।
বর্তমানে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ছয় ম্যাচ খেলে তাদের ঝুলিতে আছে আট পয়েন্ট। প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। সাত ম্যাচে তাদের ১২ পয়েন্ট। ছয় ম্যাচ খেলে তাদের ঝুলিতে আছে আট পয়েন্ট। রাজস্থান এবং চেন্নাই কাছে হেরেছে কলকাতা। আরসিবি, লখনউ, দিল্লি ও হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছে তাঁরা।