scorecardresearch
 

IPL 2024 CSK vs LSG: 'ধোনির ব্যাটিংয়ের সময় শ্রবণশক্তি হারাতে পারেন,' আশঙ্কাজনক ছবি শেয়ার ডি'ককের স্ত্রীর

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) মানেই একটা আলাদা উন্মাদনা। তিনি ব্যাট হাতে নামলে তো কথাই নেই। ভারত তো বটেই, বিশ্বের যে কোনও প্রান্তেই ধোনি খেলতে যান না কেন, তাঁকে নিয়ে ভক্তদের আবেগ উপচে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে আইপিএলে (IPL 2024) খেলছেন এমএস ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে হয়ত এটাই তাঁর শেষ বছর। ফলে সেই আবেগের যে বিস্ফোরণ ঘটবে সেটাই স্বাভাবিক। 

Advertisement
মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) মানেই একটা আলাদা উন্মাদনা। তিনি ব্যাট হাতে নামলে তো কথাই নেই। ভারত তো বটেই, বিশ্বের যে কোনও প্রান্তেই ধোনি খেলতে যান না কেন, তাঁকে নিয়ে ভক্তদের আবেগ উপচে পড়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বর্তমানে আইপিএলে (IPL 2024) খেলছেন এমএস ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে হয়ত এটাই তাঁর শেষ বছর। ফলে সেই আবেগের যে বিস্ফোরণ ঘটবে সেটাই স্বাভাবিক। 

এই মরসুমের শুরুতেই ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad) দায়িত্ব দিয়েছেন ধোনি। তাতেও ধোনিকে আবেগ কমেনি এতটুকুও। ঘরের মাঠ চিপক তো বটেই, অন্য জায়গাতেও ধোনিকে নিয়ে উৎসাহ যে কতটা হতে পারে, তা স্টেডিয়ামে বসেই টের পেলেন বিপক্ষ দল লখনউ সুপার জায়ান্টস‌‌‌ (Lucknow Super Giant) দলের ওপেনার কুইন্টন ডি'ককের (Quinton de Kock) স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন সুপার জায়ান্টসের দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি'ককের স্ত্রী সাসা ডি'কক। একনা স্টেডিয়ামে ধোনি ব্যাট নামতেই তাঁর স্মার্ট ওয়াচ অ্যালার্ট দেয়। 'নয়েজ অ্যালার্ট'-এ লেখা ছিল, অত্যধিক চিৎকার চেঁচামেচির জন্য সতর্কতা। সাউন্ড লেভেলে মাত্রা ৯৫ ডেসিবেল ছুঁয়েছে। এই অবস্থায় ১০ মিনিট থাকলে আপনার শ্রবণক্ষমতা সাময়িকভাবে হারিয়ে ফেলতে পারেন।' 

ডি'ককের স্ত্রীর ইনস্টাগ্রাম স্টোরি
ডি'ককের স্ত্রীর ইনস্টাগ্রাম স্টোরি

সমর্থকদের নিরাশ করেননি মাহি। মাত্র ৯ বল খেলে করেছেন ২৮ রান। তবে ধোনি এই ম্যাচে ভাল খেললেও ম্যাচ জিততে পারেনি চেন্নাই। আট উইকেটে হেরে যায় তাঁর দল। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে, মাত্র ২ উইকেট হারিয়ে ১ ওচার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেএল রাহুলের দল। কুইন্টন ডি'কক এই ম্যাচে ৪৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন রাহুল ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলেন। শেষদিকে নিকোলাস পুরান ১২ বলে ২৩ রান করেন। আর স্টোয়নিস ৭ বলে ৮ রান করে অপরাজিত থেকে ম্যাচ বের করে নেন।  

আরও পড়ুন

Advertisement

Advertisement