scorecardresearch
 

IPL 2024 Mitchell Starc: স্ত্রী অ্যালিসার উপস্থিতিতে ফর্মে ফিরলেন স্টার্ক, ১২ বছরের খরা কাটাল KKR

অবশেষে কথা রাখলেন মিশেল স্টার্ক। স্ত্রী অ্যালিসা পেরির উপস্থিতিতে ওয়াংখেড়েতে হারের খরা কাটাল কেকেআর। ১২ বছর পর মুম্বইয়ের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ারা হারালেন ২৪ রানে। স্টার্ক নিলেন চার উইকেট। এক ওভারেই নিলেন তিন ব্যাটারকে ডাগ আউটে পাঠালেন এক ওভারেই।

Advertisement
স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা পেরি স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা পেরি

অবশেষে কথা রাখলেন মিশেল স্টার্ক। স্ত্রী অ্যালিসা পেরির উপস্থিতিতে ওয়াংখেড়েতে হারের খরা কাটাল কেকেআর। ১২ বছর পর মুম্বইয়ের ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ারা হারালেন ২৪ রানে। স্টার্ক নিলেন চার উইকেট। এক ওভারেই নিলেন তিন ব্যাটারকে ডাগ আউটে পাঠালেন এক ওভারেই।

ম্যাচের শুরুটা দেখে কেকেআর জিতবে এমনটা মনে হয়নি। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং মণীশ পাণ্ডের ব্যাটিংয়ে লড়াইয়ে ফেরে কেকেআর। আর সেই লড়াইয়ের শেষটা করলেন মিচেল স্টার্ক। প্রথমবার শাহরুখ খানের দলকে জেতালেন। ১৬৯ রান করেও অজি তারকার দাপটে ২৪ রানে জিতল পার্পেল আর্মি। ৩ ওভার ৫ বল করে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন স্টার্ক। পরপর দুই ম্যাচ জিতল কলকাতা। ঘরের মাঠে দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে জেতার পর, হার্দিকদের ডেরায় মুম্বইকে হারাল নাইটরা। প্রথমে ব্যাট করে ১৬৯ রানে অলআউট হয়ে যায় নাইটরা। জবাবে ১৮.৫ ওভারে ১৪৫ রানে শেষ মুম্বইয়ের ইনিংস। এদিনের হারে প্লে অফে যাওয়ার আশা কার্যত শেষ হার্দিক পাণ্ডিয়াদের। 

৫২ বলে ৭০ রান করেন ভেঙ্কটেশ। ইনিংসে ছিল ৩টি ছয়, ৬টি চার। অন্যদিকে ২টি চার এবং ছয়ের সাহায্যে ৩১ বলে ৪২ করেন ইমপ্যাক্ট প্লেয়ার মণীশ পাণ্ডে। এই দু'জন ছাড়া বাকিরা ব্যর্থ। ৫৭ রানে ৫ উইকেট হারায় কেকেআর। ষষ্ঠ উইকেটে ৮৩ রান পার্টনারশিপ ভেঙ্কটেশ-মনীশের। ম্যাচের সেরাও বাঁ হাতি ব্যাটার। ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়ে যায় কেকেআর। জবাবে ব্যাটিং বিপর্যয় মুম্বইয়েরও। রান পায়নি ঈশান কিষাণ, রোহিত শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। একমাত্র সফল সূর্যকুমার যাদব। নাইটদের বিরুদ্ধে চতুর্থ অর্ধশতরান তুলে নেন। চলতি আইপিএলে তাঁর তৃতীয়। ৩৫ বলে ৫৬ রানে সূর্য আউট হতেই মুম্বইয়ের অর্ধেক আশা শেষ। টিমটিম করে জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন টিম ডেভিড। কিন্তু ২৪ রানে তিনি ফিরতেই স্বপ্নভঙ্গ। নিজের শেষ ওভারে তিন উইকেট তুলে নিয়ে নাইটদের জয় নিশ্চিত করেন স্টার্ক। 

আরও পড়ুন

Advertisement

Advertisement