IPL 2024 MS Dhoni: ৪২-এও দুর্দান্ত ধোনি, .৬ সেকেন্ডে ঝাঁপিয়ে ধরলেন ক্যাচ, VIDEO

৪২ বছর বয়সেও সমান ক্ষিপ্রতা। এত বছর ধরে ঠিক যেভাবে উইকেটকিপিং করেছেন, আজও কেরিয়ারের শেষ পর্বে এসেও সমান ফিট মাহি। এবারের আইপিএল-এ নিজের লুকটাও বদলে ফেলেছেন ধোনি। লম্বা চুলে যেন ২০০৭-এর ধোনিকে ফেরত পাচ্ছেন তাঁর ফ্যানরা। এর মধ্যেই মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ডাইভ দিয়ে শিকারি পাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরে নেন ধোনি। যা দেখে ফ্যানরা তো বটেই, সমস্ত ক্রিকেটপ্রেমীই অবাক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement
IPL 2024 MS Dhoni: ৪২-এও দুর্দান্ত ধোনি, .৬ সেকেন্ডে ঝাঁপিয়ে ধরলেন ক্যাচ, VIDEO  এমএস ধোনি
হাইলাইটস
  • .৬ সেকেন্ডে ক্যাচ ধরলেন ধোনি
  • ভাইরাল ভিডিও

৪২ বছর বয়সেও সমান ক্ষিপ্রতা। এত বছর ধরে ঠিক যেভাবে উইকেটকিপিং করেছেন, আজও কেরিয়ারের শেষ পর্বে এসেও সমান ফিট মাহি। এবারের আইপিএল-এ নিজের লুকটাও বদলে ফেলেছেন ধোনি। লম্বা চুলে যেন ২০০৭-এর ধোনিকে ফেরত পাচ্ছেন তাঁর ফ্যানরা। এর মধ্যেই মঙ্গলবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ডাইভ দিয়ে শিকারি পাখির মতো ছোঁ মেরে ক্যাচ ধরে নেন ধোনি। যা দেখে ফ্যানরা তো বটেই, সমস্ত ক্রিকেটপ্রেমীই অবাক। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

উচ্ছ্বসিত রায়না

ড্যারিল মিচেলের ডেলিভারি বিজয় শকংরের ব্যাটের কোনায় লাগে। আর সেই শটই ডাইভ দিয়ে লুফে নেন ধোনি। মাত্র ০.৬ সেকেন্ডের তাঁর সেই রিফ্লেক্সে বিস্মিত ক্রিকেট দুনিয়া। এই বয়সেও যে এভাবে ডাইভ দিয়ে ক্যাচ ধরা সম্ভব, তা বিশ্বাসই হচ্ছে না অনেকের। ধোনির এই দুরন্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত তাঁর এককালের সতীর্থ সুরেশ রায়নাও। তিনি সেই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ভুলে যাবেন না, টাইগার জিন্দা হ্যায়। তিনি এখনও সমান শক্তিশালী ও অন্যান্যদের অনুপ্রেরণা।' 

গত মরসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে চেন্নাই হারিয়ে দেয় গুজরাতকে। তবে মঙ্গলবারও সেই হারের বদলা নেওয়া হল না শুভমন গিলদের। হেলায় গুজরাতকে হারিয়ে দেয় ধোনির চেন্নাই। এই মরসুম শুরুর একদিন আগেই চেন্নাই জানিয়ে দিয়েছিল, এই মরসুমে আর ক্যাপ্টেন হিসেবে থাকবেন না ধোনি। তাঁর জায়গায় রুতুরাজ গায়কোয়াডকে ক্যাপ্টেন করেছে সিএসকে। প্রথম দুই ম্যাচেই তাঁর দল জিতেছে। ফলে বলাই যায় ক্যাপ্টেন হিসেবেও দারুণ শুরু করেছেন রুতুরাজ। সময়মতো উইকেটের পেছন থেকে ধোনির পরামর্শও পাচ্ছেন তিনি।

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন রুতুরাজ ও রচিন রবীন্দ্র। দুইজনেই আউট হন ৪৬ রান করে। শেষদিকে ইম্প্যাক্ট সাব শিবম দুবে মাত্র ২৩ বলে ৫১ রানের ইনিংস খেলে দলের রান ২০০ পার করে দেন। ছয় উইকেটে ২০৬ রান করে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানেই শেষ হয়ে যায় গুজরাতের ইনিংস। ৬৩ রানে জয় পায় চেন্নাই।  

Advertisement

        

POST A COMMENT
Advertisement