আইপিএল-এ (IPL 2024) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বুধবার নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। দুই দলই এখনও অবধি জয় পায়নি। ফলে এই ম্যাচ থেকে জয় তুলে নিতে চাইবে দুই দলই। আশা করা হচ্ছে বেশ হাড্ডাহাড্ডি হবে এই ম্যাচ। সেই ম্যাচে নামার আগে বেশ সমস্যায় পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কারণ এই ম্যাচেও হয়ত খেলতে পারবেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টি২০ র্যাঙ্কিং-এ সেরা ব্যাটারকে আজকের ম্যাচে নাও পেতে পারে মুম্বই। সূর্য স্পোর্টস হার্নিয়া সার্জারি থেকে সুস্থ হতে পারেনি।
গত বছরের ডিসেম্বর মাস থেকে মাঠের বাইরে স্কাই। অস্ত্রোপচার হলেও সুস্থ হতে পারেননি তিনি। সূত্রের খবর, ২১ মার্চ তাঁর ফিটনেস টেস্ট ছিল। ত্বে সেখানে তিনি পাশ করতে পারেননি। ফলে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে কবে সূর্য ফিরতে পারবেন না তা এখনও জানা যায়নি। এরপর মুম্বইয়ের ম্যাচ ১ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ৭ এপ্রিল হার্দিক পান্ডিয়াদের চতুর্থ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই দুই ম্যাচের মধ্যে কোনও একটি খেলতে পারেন সূর্য। এমনটাই আশা মুম্বই ফ্যানদের।
এই মরসুমে মুম্বই ক্যাপ্টেন্সিতে বদল এসেছে। রোহিত শর্মার জায়গায় হার্দিককে ক্যাপ্টেন করা হয়েছে। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হেরে গিয়েছে মুম্বই। এখন দেখার দ্বিতীয় ম্যাচে তারা জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল স্টাফ এবং কর্তারা তাড়াহুড়ো করতে চাইছেন না। ফিটনেস সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সূর্যকুমারকে মাঠে ফেরার অনুমতি দেওয়া হবে না।
এবারের টি২০ বিশ্বকাপকে পাখির চোখ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে সূর্য বিরাট বড় ভরসা টিম ইন্ডিয়ার জন্য। মুম্বই দলের হয়ে তো বটেই, ভারতীয় দলের দলের হয়েও দারুণ ছন্দে স্কাই। এবার দেখার তিনি ঠিক কবে ফিট হয়ে ভারতীয় দলে ফিরতে পারেন।