IPL 2024 Mumbai Indians: SRH মারে যখন দিশাহারা হার্দিক, তখনই দায়িত্ব নিলেন রোহিত, নিলেন বদলাও? VIDEO VIRAL

পরপর ম্যাচ হারে বদলে গেল গোটা পরিস্থিতি। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বদলে ম্যাচের মাঝেই গেল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন? পাঁচবার মুম্বইকে আইপিএল (IPL 2024) জেতান ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এ নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার পরপর দুই ম্যাচ হেরে গিয়ে সমস্যায় মুম্বই। 

Advertisement
SRH মারে যখন দিশাহারা হার্দিক, তখনই দায়িত্ব নিলেন রোহিত, নিলেন বদলাও? VIDEO VIRALমুম্বই ইন্ডিয়ান্স
হাইলাইটস
  • পরপর দুই ম্যাচ হারল মুম্বই
  • ম্যাচের মাঝেই নেতার ভূমিকায় রোহিত

পরপর ম্যাচ হারে বদলে গেল গোটা পরিস্থিতি। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে বদলে ম্যাচের মাঝেই গেল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ক্যাপ্টেন? পাঁচবার মুম্বইকে আইপিএল (IPL 2024) জেতান ক্যাপ্টেন রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। এ নিয়ে বিতর্ক কম হয়নি। তবে এবার পরপর দুই ম্যাচ হেরে গিয়ে সমস্যায় মুম্বই। 

ক্যাপ্টেন বদল মুম্বইয়ের?
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন একটা সময়ে হার্দিক পান্ডিয়া প্রায় কিছুই বুঝতে পারছিলেন না। দিশেহারা ক্যাপ্টেনকে সাহায্য করতে এগিয়ে আসেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। এরপরে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন হিটম্যান। সেই সময়ে তাঁকে ফিল্ডিং সেট করতেও দেখা যায়। সেই সময়ই তিনি হার্দিক পান্ডিয়াকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠান। ম্যাচের এই মুহূর্তটি ক্যামেরায় ধরা পরে ও পরবর্তী সময়ে ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়। 

বদলা নিলেন রোহিত?
এর আগে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ চলাকালীন, রোহিত শর্মাকে ফিল্ডিং করতে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। যা পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মুম্বই ভক্তদের একাংশ তো বটেই, সাধারণ ক্রিকেট প্রেমীরাও খুব ক্ষুব্ধ। এ নিয়ে হার্দিক পান্ডিয়াকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল করেছিলেন। এবার যেন সেই ঘটনার বদলা নিয়ে নিলেন হিটম্যান।

মুম্বইয়ের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদ দারুণ ছন্দে ছিল। প্রথমে ব্যাট করে হেনরি ক্লাসেনরা তোলেন ২৭৭ রান। মাত্র ১১ ওভারে ১৬০ রান করে ফেলে তারা। সেই সময়ই দিশেহারা লাগছিল হার্দিককে। এরপরেই ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে নেন রোহিত। ম্যাচের শেষে দেখা যায়, রোহিতের সঙ্গে কথা বলছেন আকাশ আম্বানি। তা থেকেই মনে করা হচ্ছে, তৃতীয় ম্যাচে নামার আগেই ক্যাপ্টেন্সিতে বদল আনতে পারে মুম্বই। তবে যদিও গোটা বিষয়টা এখনও সরকারিভাবে জানানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় তার আগেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা।    

Advertisement

POST A COMMENT
Advertisement