scorecardresearch
 

IPL 2024 Mujeeb Ur Rahman Replacement: IPL-এ অনিশ্চিত মুজিব, কাকে দলে নিতে পারে KKR?

২ কোটি টাকা খরচ করে আফগানিস্তান ক্রিকেটার মুজিব উর রহমানকে (Mujeeb Ur Rahman) সই করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে সেই আফগান ক্রিকেটারের এবারের আইপিএল-এ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মুজিব উর রহমান সহ মোট তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে আফগান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। জাতীয় দলকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে তাঁদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতেই সমস্যায় কেকেআর সহ আরও দুই ফ্র্যাঞ্চাইজি। এই পরিস্থিতিতে কেকেআর-এর কাছে মুজিবের বিকল্প কারা হতে পারেন?

Advertisement
কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স
হাইলাইটস
  • এবারের আইপিএল-এ হয়ত খেলতে পারবেন না মুজিব
  • সমস্যায় কেকেআর

২ কোটি টাকা খরচ করে আফগানিস্তান ক্রিকেটার মুজিব উর রহমানকে (Mujeeb Ur Rahman) সই করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে সেই আফগান ক্রিকেটারের এবারের আইপিএল-এ খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মুজিব উর রহমান সহ মোট তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে আফগান ক্রিকেট বোর্ড (Afghanistan Cricket Board)। জাতীয় দলকে গুরুত্ব না দেওয়ার অভিযোগে তাঁদের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এতেই সমস্যায় কেকেআর সহ আরও দুই ফ্র্যাঞ্চাইজি। এই পরিস্থিতিতে কেকেআর-এর কাছে মুজিবের বিকল্প কারা হতে পারেন?

কেকেআর একটা পরিকল্পনা করেই মুজিবকে তাদের দলে নিয়েছিল। তবে সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায়, এখন নিলামে অবিক্রিত ক্রিকেটারদের মধ্যে থেকেই যে কোনও একজনকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। আফগান ক্রিকেট বোর্ড এই তিন ক্রিকেটারকে তিন বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শুধু এই মরসুম নয়, মুজিবকে পরের মরসুমেও পাওয়া যাবে না। 

কেকেআর-এর কাছে কারা বিকল্প হতে পারেন?

আরও পড়ুন

আদিল রশিদ- ইংল্যান্ডের এই ক্রিকেটার বেশ অভিজ্ঞ। দলে সূয়শ শর্মা ও সুনীল নারিনের মতো তারকা রয়েছেন। ফলে এর সঙ্গে আদিল যোগ দিলে দলের স্পিন বিভাগের শক্তি বাড়বে। এর আগেও আইপিএল-এ খেলেছেন তিনি। ফলে ভারতীয় পরিবেশের সঙ্গে তাঁর মানিয়ে নিতে সমস্যা হওয়ার কথা নয়। কেকেআর যদিও নিলামে তাঁকে দলে নিতে খুব একটা উৎসাহ দেখায়নি।

আকিল হোসেন- বাঁ হাতি স্পিনার সবসময়ই একটা সুবিধা দেয় যে কোনও দলকে। সেদিক থেকে দেখতে গেলে আকিল সেরা পরিবর্ত হতে পারেন। অনুকুল রয় বাঁ হাতি স্পিনার হিসেবে দলে থাকলেও তাঁর অভিজ্ঞতা খুব বেশি নেই। পাশাপাশি আকিল লোয়ার অর্ডারে ব্যাট করতে এসে ভাল রান করতে পারেন। টি২০ ফরম্যাটে দ্রুত উইকেট চলে গেলে তাঁর ব্যাটিংও কাজে লাগতে পারে কেকেআর-এর।

Advertisement

তাবরেজ শামসি- কেকেআর-এর কাছে মুজিবের সেরা বিকল্প হতে পারেন শামসি। কেকেআর দলে বাঁ হাতি রিস্ট স্পিনার নেই। পিচে টার্ন থাকলে তিনি যে কতটা ভয়ানক হতে পারেন তা সকলেরই জানা। ব্যাট হাতেও রান করতে পারেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। সুনীল নারিনকে কোনও ম্যাচে বিশ্রাম দিতে হলে সামসিকে খেলাতে পারবে কেকেআর টিম ম্যানেজমেন্ট।   

 

Advertisement