scorecardresearch
 

IPL 2024 Playoff Scenario: প্লে অফের লড়াইয়ে এখনও ৭ দল, কোন অঙ্কে শেষ চারে যেতে পারেন বিরাট-ধোনিরা?

প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাকি রয়েছে আরও তিনটি জায়গা। লড়াই চলছে বাকি সাত দলের মধ্যে। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে ব্যাঙ্গলোর। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে সম্ভাবনা বাড়িয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংসও। খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে গুজরাত টাইটান্সের। তবে ইতিমধ্যেই শেষ চারের লড়াই থেকে বাদ পড়েছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। 

Advertisement
মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি

প্লে অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বাকি রয়েছে আরও তিনটি জায়গা। লড়াই চলছে বাকি সাত দলের মধ্যে। টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে দারুণভাবে ফিরে এসেছে ব্যাঙ্গলোর। অন্যদিকে রাজস্থান রয়্যালসকে হারিয়ে সম্ভাবনা বাড়িয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংসও। খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে গুজরাত টাইটান্সের। তবে ইতিমধ্যেই শেষ চারের লড়াই থেকে বাদ পড়েছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। 

এবার দেখে নেওয়া যাক, কেকেআর ছাড়া আর কোন দলের প্লে অফে যাওয়ার সুযোগ কতটা?

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)- কেকেআর এখনও অবধি শীর্ষে রয়েছে। দুই নম্বরে সঞ্জু স্যামসনের দল। তাদের আর একটা ম্যাচ জিতলেই শেষ চারের রাস্তা পাকা হয়ে যাবে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। রাজস্থান বাকি দুই ম্যাচ হেরে গেলেও রান রেটের বিচারে শেষ চারে চলে যেতে পারে রাজস্থান। তবে শেষ দুই ম্যাচ তারা হেরে গেলে লাভ হবে চেন্নাই ও হায়দরাবাদের।

আরও পড়ুন

চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)- চেন্নাই দলের শেষ চারে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। কেকেআর-এর পরেই রান রেটের নিরিখে দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনির দল। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। ফলে শেষ চারে যেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় রুতুরাজ গায়কোয়াডদের।

সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)- চেন্নাইয়ের পেছনে থাকলেও প্লে অফে যাওয়ার প্রশ্নে হায়দরাবাদের সম্ভাবনা পাঁচবার চ্যাম্পিয়ন দলের থেকে বেশি। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। অর্থাৎ চেন্নাইয়ের থেকে একটি ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)- শেষ ম্যাচ জিততেই হবে বিরাট কোহলিদের। তাদের নেট রানরেট ভাল থাকায় প্লে অফে চলে যাওয়ার সুযোগ থাকছে আরসিবি-র সামনে। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ১২। শেষ ম্যাচ জিততে পারলে ১৪ পয়েন্টে পৌঁছে যাবেন বিরাটরা। 

Advertisement

দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)- নেট রানরেট খুব ভাল না হওয়ায় প্লে অফে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়েছে দিল্লি। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লির। শেষ ম্যাচ তো জিততেই হবে দিল্লিকে। সেক্ষেত্রে ১৪ পয়েন্টে পৌঁছতে পারবেন ঋষভ পন্তরা। তাই রানরেট একটা বড় ব্যাপার হবে। 


লখনউ সুপার জায়েন্ট (Lucknow Super Giant)- লখনউয়ের শেষ চারে ওঠা বেশ কঠিন। কারণ, ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১২। তবে তারা ১ ম্যাচ কম খেলেছে। তিনটি দল একই পয়েন্টে থাকবে। কেএল রাহুলরা রান রেট বাড়িয়ে নিতে পারলে বেশি সুবিধা পাবেন। 

গুজরাত টাইটান্স (Gujarat Titans)- অঙ্কের হিসেবে লড়াইয়ে থাকলেও, সে অঙ্ক বেশ কঠিন শুভমন গিলদের জন্য। ১২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১০। রান রেটও আহামরি কিছু নয় ঋদ্ধিমান সাহাদের। ফলে শেষ চারের লড়াইয়ে এখনও অবধি অনেকটাই পিছিয়ে গুজরাত।                   

Advertisement