আইপিএল-এর প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে গিয়েছে দুই দল। পঞ্জাব ও আরসিবি-র আশা প্রায় শেষ। অঙ্কের বিচারে তাদের সুযোগ থাকলেও, বাস্তবে তা হওয়া যে বেশ কঠিন তা মেনে নিচ্ছেন দুই দলের ফ্যানরাও। পাশাপাশি দিল্লির বিরুদ্ধে হারের ফলে মুম্বইয়ের প্লে অফে যাওয়ার স্বপ্নও বিরাট ধাক্কা খেয়েছে। ফলে মোটামুটিভাবে সাত দলের মধ্যে প্রথম চারের লড়াই বেশ জমে উঠেছে। প্রত্যেকদিনই বদলে যাচ্ছে লিগ টেবিলের চিত্র।
কোন কোন দল যেতে পারে প্লে অফে?
তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। দুই নম্বরে শ্রেয়াস আইয়ারদের নাইট রাইডার্স। ৮ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে তারা। একই পয়েন্ট পেলেও তিন নম্বরে হায়দরাবাদ। রান রেটের বিচারে এগিয়ে আন্দ্রে রাসেলরা। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ। পাঁচ ম্যাচে হার আর পাঁচ ম্যাচ জয় নিয়ে পঞ্চম স্থানে ঋষভ পন্তের দিল্লি। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই আট ম্যাচে পেয়েছে আট পয়েন্ট। ছয় নম্বরে রয়েছে তারা। নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে গুজরাত সাত নম্বরে।
পার্পল ক্যাপের লড়াইয়ে কারা?
পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা। আটটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১৩টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চহাল। আটটি ম্যাচ খেলে তিনিও ১৩টি উইকেট নিয়েছেন। তৃতীয় স্থানে উঠে এসেছেন পঞ্জাব কিংসের হর্ষল পটেল। তিনিও আটটি ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব। তিনি ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ১২টি উইকেট। পঞ্চম স্থানে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। তাঁরও ছ’টি ম্যাচ খেলে সংগ্রহে ১২টি উইকেট।
অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কারা?
সুনীল নারাইন কমলা টুপির লড়াইয়ে প্রবলভাবে ঢুকে পড়লেন। তবে সবচেয়ে চমৎকার ব্যাপার হল, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর নাম বিরাট কোহলি। সারা বিশ্বের কাছে স্পিনার বলে পরিচিত হলেও আইপিএল-এ ওপেনার হিসাবে ব্যাট করতে নেমে নারাইন দারুণ সফল। IPL-এ এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন নারাইন। করেছেন ৩৫৭ রান। তাঁর স্ট্রাইক রেট ১৮৪.০২। একটি শতরানও করেছেন তিনি। কলকাতার হয়ে আগেও ওপেন করেছেন নারাইন। কিন্তু এ বারের মতো ধারাবাহিকতা কখনও দেখাতে পারেননি। এ বারের আইপিএলে ৯ ম্যাচে ৪৩০ রান করেছেন বিরাট। তাঁর থেকে ৭৩ রান পিছিয়ে নারাইন। স্ট্রাইক রেটে অনেকটাই এগিয়ে কেকেআর ওপেনার। রানের তালিকায় তৃতীয় স্থানে রুতুরাজ গায়কোয়াড়। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ৮ ম্যাচে ৩৪৯ রান করেছেন। চার নম্বরে রয়েছেন ঋষভ পন্ত। তিনি ৯ ম্যাচে ৩৪২ রান করেছেন। পঞ্চম স্থানে রয়েছেন সাই সুদর্শন। তিনি ৯ ম্যাচে ৩৩৪ রান করেছেন।