IPL 2024 Points Table: প্লে অফ প্রায় নিশ্চিত KKR-এর, আর কোন কোন দল যেতে পারে শেষ চারে?

লখনউকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে কেকেআর। এখনও বাকি রয়েছে তিনটে ম্যাচ। শীর্ষে উঠলেও, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট এক হলেও, পার্থক্য শুধু রান রেটের। প্রতিটা দল ১৪টা করে ম্যাচ খেলবে গ্রুপস্তরে। KKR এর মধ্যে খেলে ফেলেছে ১১টা। বাকি আর তিনটে ম্যাচ। এই ১১টা ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি তিনটে ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ২২। বাকি তিনটে ম্যাচ জিততে পারলে তো কোনও চিন্তাই নেই। হাসতে হাসতে প্লে অফে চলে যাবে KKR। 

Advertisement
প্লে অফ প্রায় নিশ্চিত KKR-এর, আর কোন কোন দল যেতে পারে শেষ চারে? আইপিএল 2024: কলকাতা নাইট রাইডার্স আট উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে

লখনউকে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে কেকেআর। এখনও বাকি রয়েছে তিনটে ম্যাচ। শীর্ষে উঠলেও, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট এক হলেও, পার্থক্য শুধু রান রেটের। প্রতিটা দল ১৪টা করে ম্যাচ খেলবে গ্রুপস্তরে। KKR এর মধ্যে খেলে ফেলেছে ১১টা। বাকি আর তিনটে ম্যাচ। এই ১১টা ম্যাচে তাদের পয়েন্ট ১৬। বাকি তিনটে ম্যাচ জিততে পারলে পয়েন্ট হবে ২২। বাকি তিনটে ম্যাচ জিততে পারলে তো কোনও চিন্তাই নেই। হাসতে হাসতে প্লে অফে চলে যাবে KKR। 

হারলে কী হবে?
হারলেও শেষ চারে যেতে সমস্যা হওয়ার কথা নয় কেকেআর-এর। কারণ, গত দুই বছর যা ট্রেন্ড তাতে ১৬ পয়েন্ট পেলেই শেষ চারে ওঠা যায়। কেকেআর সেই জায়াগয় পৌঁছে গিয়েছে। তবে শ্রেয়াস আইয়ারদের চিন্তা প্রথম দুইয়ের মধ্যে থাকা। তাতে প্লেঅফে যেমন সহজ প্রতিপক্ষ পাওয়া যায়, তেমনি ফাইনালে ওঠার ক্ষেত্রে দুটি সুযোগও থাকে। তবে সেক্ষেত্রে ভয় ধরাচ্ছে চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াডরা যে ফর্মে রয়েছেন তাতে তিন নম্বর থেকে প্রথম দুইয়ে আসতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাই প্লে অফে যেতে বাকি তিন ম্যাচ থেকে পয়েন্ট চাইছে কলকাতা। 

 

কারা কত নম্বরে?
রাজস্থান রয়্যালস কেকেআর-এর থেকে এক ম্যাচ কম খেলে দুই নম্বরে। আগামীকাল তাঁদের ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতে গেলে তারা ফের শীর্ষে উঠে আসবে। তিন নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস ১১টা ম্যাচ খেলে ১২ পয়েন্টে রয়েছে। চার নম্বরের লড়াইয়ে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ, লখনউ সুপার জায়ান্ট ও দিল্লি ক্যাপিটালস। এদের মধ্যে দিল্লির সম্ভাবনা কিছুটা কম। ১০ পয়েন্ট নিয়ে শেষে রয়েছে। তবে শেষ তিন ম্যাচ পরপর জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রবলভাবে প্লে অফের দৌড়ে চলে এসেছে। যদিও বাকি সব ম্যাচ জেতার পাশাপাশি তাদের প্লে অফে যেতে অনেক অঙ্কের উপর নির্ভর করতে হবে।    

Advertisement

POST A COMMENT
Advertisement