scorecardresearch
 

IPL 2024 Rishabh Pant Catch: বাঁ দিকে ঝাঁপিয়ে অবিশ্বাস্য ক্যাচ, T20 বিশ্বকাপের আগে বার্তা পন্তের?

বিরাট দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্ত (Rishabh Pant)। চোট সারিয়ে ফের IPL-এ ফিরেছেন তিনি। তিনি যে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে সম্পূর্ণ ফিট তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। বুধবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচে দারুণ ক্যাচ নিয়ে ডেভিড মিলারকে (David Miller) প্যাভেলিয়ানে ফেরান তিনি। পন্তের এই ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝাঁপিয়ে ক্যাচ ধরে বুঝিয়ে দিলেন, তিনি একেবারে ফিট। বুধবার গুজরাতের বিরুদ্ধে দিল্লি ম্যাচ তো জিতলই, পাশাপাশি ভারতীয় দলে ফেরার রাস্তাও প্রায় পরিস্কার করে ফেললেন পন্ত।

Advertisement
ঋষভ পন্ত ঋষভ পন্ত

বিরাট দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্ত (Rishabh Pant)। চোট সারিয়ে ফের IPL-এ ফিরেছেন তিনি। তিনি যে টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) আগে সম্পূর্ণ ফিট তার প্রমাণ আরও একবার পাওয়া গেল। বুধবার গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচে দারুণ ক্যাচ নিয়ে ডেভিড মিলারকে (David Miller) প্যাভেলিয়ানে ফেরান তিনি। পন্তের এই ক্যাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝাঁপিয়ে ক্যাচ ধরে বুঝিয়ে দিলেন, তিনি একেবারে ফিট। বুধবার গুজরাতের বিরুদ্ধে দিল্লি ম্যাচ তো জিতলই, পাশাপাশি ভারতীয় দলে ফেরার রাস্তাও প্রায় পরিস্কার করে ফেললেন পন্ত।

দেখুন সেই ক্যাচের ভিডিও
ম্যাচের পঞ্চম ওভারে ঘটনাটি ঘটে, বল করছিলেন ইশান্ত শর্মা। মিলারকে বল করছিলেন তিনি। বলটা মিলারের ব্যাটের ইনসাইড এজে লাগে আর বলটা মিলারের থাইতে লেগে লেগের দিকে চলে যায়। সাধারণত এই ধরনের বলের লেংথ কিপারের পক্ষে আগে থেকে বোঝা মুশকিল, কিন্তু পন্থ তাঁর রিফ্লেক্স দেখিয়ে বাম দিকে ডাইভ দেন ও এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন। এই ক্যাচ থেকে তাঁর ফিটনেস বোঝা যায়, তাঁর পায়ে যে অস্ত্রোপচার হয়েছে সেটা বুঝতে দেননি তিনি।

এখানেই থেমে থাকেননি পন্ত। অভিনব মনোহরকে দারুণ স্ট্যাম্পিং করেন পন্ত। প্রায় একইভাবে আউট করেন শাহরুখ খানকেও। ফের তাঁর রিফ্লেক্সে মুগ্ধ ফ্যানরা। শাহরুখ খান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে কিছু করতে পারেননি। বলটা তাঁর লেগের দিকে গিয়ে সরাসরি যায় পন্থের হাতে। কিন্তু বলটা পন্থের গ্লাভসে লেগে উইকেটে লাগে আর সেই সময় শাহরুখের পা ছিল স্টাম্পের বাইরে। আউট হন তিনি। এরপর রশিদ খানের দুর্দান্ত ক্যাচ নিয়ে পন্থ গুজরাটের শেষ লড়াকু ব্যাটারকে ফেরান।    

Advertisement

পন্ত যখন দুর্ঘটনার কবলে পড়েন, তখন অনেকে ধরেই নিয়েছিলেন, আর তাঁর পক্ষে আগের মতো খেলা সম্ভব হবে না। ওয়ানডে বিশ্বকাপে খেলতে না পারলেও, আইপিএল-এ নিজেকে প্রমাণ করছেন দিল্লি ক্যাপ্টেন। 

আরও পড়ুন

Advertisement