scorecardresearch
 

IPL 2024 KKR vs RCB: আজ গম্ভীর VS বিরাট, KKR-এর হাইভোল্টেজ ম্যাচ কীভাবে ফ্রি-তে দেখা যাবে?

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে দারুণভাবে আইপিএল (IPL 2024) অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। এমনটাই আশা কেকেআর ফ্যানদের। 

Advertisement
বিরাট কোহলি ও গৌতম গম্ভীর বিরাট কোহলি ও গৌতম গম্ভীর
হাইলাইটস
  • সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ
  • কেকেআর দলে পরিবর্তনের সম্ভাবনা নেই

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ম্যাচে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে (Sunrisers Hyderabad) হারিয়ে দারুণভাবে আইপিএল (IPL 2024) অভিযান শুরু করেছে কেকেআর। আর এবার দ্বিতীয় জয় তুলে নিয়ে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) ছুঁয়ে ফেলার চেষ্টা করবেন শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। এমনটাই আশা কেকেআর ফ্যানদের। 

কেমন থাকবে বেঙ্গালুরুর আবহাওয়া?
শুক্রবার বেঙ্গালুরুর তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকবে। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাতাসে আপেক্ষিক আদ্রতা ২৫ শতাংশের আশেপাশে থাকবে। হাওয়া বইবে ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে।

 

কেমন হবে পিচ?
চিন্নাস্বামীর পিচ বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গ। ছোট বাউন্ডারি, ফাস্ট আউটফিল্ড তার সঙ্গে পাটা পিচ এটাই বেঙ্গালুরুর এই স্টেডিয়ামের বৈশিষ্ট। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা দারুণ খুশি হবেন এই পিচ দেখে। বড় রান হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারও। 

আরও পড়ুন

কোথায় কীভাবে দেখবেন ম্যাচ?
কেকেআর বনাম আরসিবি ম্যাচ লাইভ দেখা যাবে স্টার স্পোর্টসে। লাইভ স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা ইনস্টল করতে হবে। ফ্রিতেই দেখা যাবে এই ম্যাচ। 

হেড টু হেডে কারা এগিয়ে?
দুই দল এখনও পর্যন্ত আইপিএলে মোট ৩২টি ম্যাচ খেলেছে। কেকেআর ১৮টি ম্যাচ জিতেছে এবং আরসিবি ১৪টি জিতেছে। ফলে শুক্রবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করছেন ক্রিকেটপ্রেমীরা। 

কেমন হতে পারে দল?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ফাফ ডু প্লেসিস (সি), বিরাট কোহলি, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল।

Advertisement

কলকাতা নাইট রাইডার্স: ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (সি), নীতীশ রানা, রিংকু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।      

ইম্প্যাক্ট সাব- সুয়শ শর্মাকে দেখা যেতে পারে ইমপ্যাক্ট সাব হিসাবে। আগের ম্যাচেও ঠিক তেমনটাই দেখা গিয়েছিল। তাঁর সঙ্গে বদলি করা হতে পারে ভেঙ্কটেশ আইয়ার। অর্থাৎ ব্যাটিং করবেন ভেঙ্কটেশ। আর ফিল্ডিং-এর সময় দলে আসবেন সুয়শ। 

TAGS:
Advertisement