দলের এক তারকার হেয়ার স্টাইল খুব পছন্দ হয়েছে শাহরুখ খানের (Shahrukh Khan)। তাঁর মতোই চুল কাটতে চান কিং খান। তবে কে সেই তারকা? নাইট (Kolkata Knight Riders) দলের তরুণ স্পিনার সূয়শ শর্মার (Suyash Sharma) চুলে মুগ্ধ শাহরুখ। আসলে কিং খান দলের সকলের খুব কাছের একজন মানুষ। খারাপ সময়ে টিমের পাশে থাকেন, প্লেয়ারদের ভরসা দেন। কোনও প্লেয়ারের ফর্ম খারাপ থাকলে তাঁকে উৎসাহ দেন ঘুরে দাঁড়ানোর। ম্যাচ শেষে আড্ডায় মেতে ওঠেন। কখনও আবার প্লেয়ারদের সঙ্গে নাচেও মেতে ওঠেন। শাহরুখ খান পুরোপুরি টিমম্যান।
গ্যালারিতে থাকেন প্রায় প্রতি ম্যাচেই। কলকাতা তাঁর উপস্থিতিতেই প্রথমবার হারিয়েছে লখনউকে (Lucknow Super Giant)। ম্যাচের পর কেকেআর (KKR) প্লেয়ারদের সঙ্গে শাহরুখের কিছু মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে কেকেআর। সেখানে সূয়াশ শর্মাকে দেখেই শাহরুখ খান তাঁর হেয়ারস্টাইলের প্রশংসা করেন। ম্যানেজার পূজাকে ডেকে বলেন, সূয়াশের মতো হেয়ারস্টাইল চাই তাঁরও। এরপর যেন শাহরুখকে এই বিষয়টা মনে করিয়ে দেন তাঁর ম্যানেজার। কিং খানের কথা শুনে সূয়াশ বাকরুদ্ধ। শুধু মুগ্ধতার হাসি মুখে দাঁড়িয়ে থাকেন।
সোমবার অনুশীলন করেনি কেকেআর
লখনউ ম্যাচ জেতার পর, এবার কেকেআর-এর সামনে টেবিল টপার রাজস্থান (Rajasthan Royals)। সঞ্জু স্যামসনরা (Sanju Samson) দারুণ ছন্দে। সেখানে চার ম্যাচ জিতে দারুণ জায়গায় কলকাতাও। ঘরের মাঠে ম্যাচ। শ্রেয়াস আইয়ারদের আরও ভরসা দিচ্ছে মিশেল স্টার্কের ফর্মে ফেরা। যা কেকেআর-এর (KKR vs RR) জন্য খুবই জরুরি ছিল। রবিবার লখনউ ম্যাচের পর সোমবার আর অনুশীলন করেনি কলকাতা। বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। পয়েন্ট টেবিলের দিক থেকে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।
কখন কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
রাত সাড়ে সাতটায় শুরু হবে কেকেআর-আরআর ম্যাচ। লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন জিও সিনেমায়। পাশাপাশি টিভিতেও দেখা যাবে এই ম্যাচ। স্পোর্টস ১৮ চ্যানেলে লাইভ দেখা যাবে।