scorecardresearch
 

IPL 2024 SRH vs RR: ফাইনালে KKR vs SRH, RR-কে ৩৫ রানে হারিয়ে ফাইনালে কামিন্সরা

চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের করা ১৭৫ রানের টার্গেট তাড়া কোর্টে নেমে বিরাট সমস্যায় পড়ে রাজস্থান। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেন সঞ্জু স্যামসনরা। চেন্নাইয়ে বল স্পিন হওয়ার সম্ভাবনা ছিলই। শিশির না থাকায় স্পিনাররা সুবিধা পান। পর পর উইকেট হারিয়ে ফাইনালে যেতে পারল না রাজস্থান। ৩৫ রানে হেরে গেল তারা। 

Advertisement
সানরাইজার্স হায়দরাবাদ দলের উচ্ছ্বাস সানরাইজার্স হায়দরাবাদ দলের উচ্ছ্বাস

চেন্নাইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের করা ১৭৫ রানের টার্গেট তাড়া কোর্টে নেমে বিরাট সমস্যায় পড়ে রাজস্থান। ৭৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেন সঞ্জু স্যামসনরা। চেন্নাইয়ে বল স্পিন হওয়ার সম্ভাবনা ছিলই। শিশির না থাকায় স্পিনাররা সুবিধা পান। পর পর উইকেট হারিয়ে ফাইনালে যেতে পারল না রাজস্থান। ৩৫ রানে হেরে গেল তারা।

হেরে গেল রাজস্থান

পর পর উইকেট হারিয়ে ফাইনালে যেতে পারল না রাজস্থান। ৩৫ রানে হেরে গেল তারা। 

দারুণ ছন্দে শাহবাজ আহমেদ

১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন শাহবাজ। বাংলার ক্রিকেটারের দারুণ বোলিং।

রিয়ান পরাগের উইকেট হারাল রাজস্থান

সমস্যায় পড়ে গেল রাজস্থান। আউট রিয়ান পরাগ।  

আবার উইকেট হারাল রাজস্থান

৬৭ রানে ৩ উইকেট হারাল রাজস্থান। আউট সঞ্জু স্যামসনও। ১১ বলে ১০ রান করে আউট রাজস্থান ক্যাপ্টেন। 

আউট জয়সওয়াল

৬৫ রানে ২ উইকেট হারাল রাজস্থান। জয়সওয়ালের ২১ বলে ৪৫ রানের ইনিংস শেষ। ৬৬ রানে ২ উইকেট হারাল রাজস্থান। 

আউট টম কোহলার-ক্যাডমোর

প্রথম উইকেট হারাল রাজস্থান। আউট আউট টম কোহলার-ক্যাডমোর।  

১৭৬ রান টার্গেট

ক্লাসেনদের সামনে ১৭৬ রানের লক্ষ্য। ৪৫ রানে ৩ উইকেট নিয়ে দারুণ ছন্দে ট্রেন্ট বোল্ট।   

আবার উইকেট হারাল SRH

১৬৩ রানে ৭ উইকেট হারাল হায়দরাবাদ। 

৫০ ক্লাসেনের

হাফ সেঞ্চুরি করে ফেললেন ক্লাসেন। ৬ উইকেটে ১৬৩ রান হায়দরাবাদের। 

১৭ ওভার শেষ

১৭ ওভারে ১৫০ পেরল SRH, উইকেটে এখনও ক্লাসেন

দুই বলে দুই উইকেট তুলে নিল হায়দরাবাদ

Advertisement

ফের উইকেট আভেশের। বোল্ড হলেন সামাদ। ১২০ রানেই ৬ উইকেট হারাল হায়দরাবাদ। 

৫ উইকেট হারাল হায়দরাবাদ

৫ উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ। বিরাট সমস্যায় SRH। আউট হলেন নীতিশ কুমার। ৫ রান করে আভেশের বলে আউট নীতিশ। 

আউট হেড

৯৯ রানে ৪ উইকেট হারাল SRH। উইকেট নিলেন সন্দীপ শর্মা। ২৮ বলে ৩৪ রান করে আউট হেড। 

পাওয়ার প্লে শেষ

৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান SRH-এর। এই জুটি খুবই গুরুত্বপূর্ণ প্যাট কামিন্সের দলের কাছে। উইকেটে রয়েছেন ট্রাভিস হেড ও হেনরি ক্লাসেন। এবারের আইপিএল-এ দারুণ ছন্দে দুই ব্যাটারই।  

৩ উইকেট বোল্টের

আবার উইকেট পেলেন বোল্ট। আউট মার্করাম। ৫৯ রানে ৩ উইকেট হারাল হায়দরাবাদ।

আউট রাহুল

আবার উইকেট বোল্টের। ৩৭ রান করে আউট রাহুল। দারুণ ক্যাচ চাহালের। 

৫০ করে ফেলল SRH

একের পর চার-ছক্কার বন্যা রাহুল ত্রিপাঠির। ১ উইকেট হারিয়ে ৫০ রান হায়দরাবাদের।   

প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন বোল্ট

প্রথম ওভারেই আউট হলেন অভিষেক শর্মা। উইকেট পেলেন বোল্ট। 

রাজস্থান দলে কারা?

রাজস্থান- যশস্বী জয়সওয়াল, টম কোহলার-ক্যাডমোর, সঞ্জু স্যামসন (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ৪ রিয়ান পরাগ, ৫ ধ্রুব জুরেল, ৬ রোভমান পাওয়েল, ৭ আর অশ্বিন, ৮ ট্রেন্ট বোল্ট, ৯ আভেশ খান, ১০ সন্দীপ শর্মা, ১১ যুজবেন্দ্র চাহাল

টসে জিতল রাজস্থান

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত সঞ্জু স্যামসনের। পরের দিকে শিশির পড়তে পারে। সেটা মাথায় রেখেই ফিল্ডিং-এর সিদ্ধান্ত। 

হায়দরাবাদ দলে ২ পরিবর্তন

হায়দরাবাদ দলে এলেন জয়দেব উনাদকট ও এডেন মার্করাম। অন্যদিকে রাজস্থান দলে কোনও বদল হয়নি।  

Advertisement