IPL 2024 Suryakumar Yadav: ফাঁড়া কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের, পরের ম্যাচে খেলতে পারবেন না সূর্য ?

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে জয়ের খাতা খুলতে পারেনি। এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তবে এরই মধ্যে মুম্বই দলকে বড় সমস্যায় ফেলে দিয়েছেন তারকা খেলোয়াড় সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়া সার্জারির পর সূর্য এখনও পুরোপুরি ফিট নন। আরও কিছু ম্যাচের বাইরে থাকতে পারেন তিনি। পিটিআই তাদের প্রতিবেদনে এ দাবি করেছে। সূর্য রিহ্যাব করছেন এবং দ্রুত সেরে উঠছেন।

Advertisement
ফাঁড়া কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের, পরের ম্যাচে খেলতে পারবেন না সূর্য ?Suryakumar MI IPL 2023
হাইলাইটস
  • চোট এখনও সারেনি সূর্যের
  • তৃতীয় ম্যাচেও থাকতে পারেন মাঠের বাইরে

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2024) মরসুমে জয়ের খাতা খুলতে পারেনি। এখনও পর্যন্ত ২টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। তবে এরই মধ্যে মুম্বই দলকে বড় সমস্যায় ফেলে দিয়েছেন তারকা খেলোয়াড় সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়া সার্জারির পর সূর্য এখনও পুরোপুরি ফিট নন। আরও কিছু ম্যাচের বাইরে থাকতে পারেন তিনি। পিটিআই তাদের প্রতিবেদনে এ দাবি করেছে। সূর্য রিহ্যাব করছেন এবং দ্রুত সেরে উঠছেন।

সূর্যের চোটের আপডেট দিয়েছে বিসিসিআই
বিসিসিআই সূত্র জানিয়েছে, 'সূর্য দ্রুত সুস্থ হয়ে উঠবে। শীঘ্রই তাকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে।' তবে শুধু প্রথম দুই ম্যাচে না খেলার পরও তাঁকে আরও কিছু ম্যাচের বাইরে থাকতে হতে পারে। সূর্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কি না, এটাই বিসিসিআইয়ের বড় চিন্তা। 

পরের দুটি ম্যাচ ঘরের মাঠে খেলা হবে
মুম্বই ইন্ডিয়ান্স এই মরসুমে তাদের প্রথম ম্যাচে গুজরাত টাইটানসের (Gujarat Titans) বিপক্ষে হেরে গিয়েছে। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে ৩১ রানে হেরে যায়। এই ম্যাচে সানরাইজার্স দল আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ২৭৭ রান করে। এরপর মুম্বই দল ৫ উইকেট হারিয়ে মাত্র ২৪৬ রান করায়, ৩১ রানে ম্যাচ হেরে যায়। মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের পরের ম্যাচ খেলতে হবে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষে। ১ এপ্রিল মুম্বইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। চতুর্থ ম্যাচটি ৭ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে। এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়েতে।

এই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব (এখনও ফিট নন), ইশান কিশান, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন টেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকেয়া, পীযূষ চাওলা। , আকাশ মাধওয়াল, লুক উড, রোমারিও শেফার্ড, জেরাল্ড কোয়েটজি, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মহম্মদ নবী, শিবালিক শর্মা, কোয়ানা মাফাকা।

Advertisement

POST A COMMENT
Advertisement