IPL 2024: লোকসভা ভোটের মাঝে ভারতেই IPL? যা জানাল BCCI...

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর। এ দেশেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর (IPL 2024) সমস্ত ম্যাচ। এমনটাই জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য ২০২৪ আইপিএল ভারতের বাইরে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। মনে করা হচ্ছিল UAE-তে নিয়ে যাওয়া হতে পারে এবারের আইপিএল। তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়ে দিলেন ভারতেই অনুষ্ঠিত হচ্ছে গোটা টুর্নামেন্ট। 

Advertisement
লোকসভা ভোটের মাঝে ভারতেই IPL? যা জানাল BCCI... IPL 2024

ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর। এ দেশেই অনুষ্ঠিত হবে এবারের আইপিএল-এর (IPL 2024) সমস্ত ম্যাচ। এমনটাই জানিয়ে দিল বিসিসিআই (BCCI)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) জন্য ২০২৪ আইপিএল ভারতের বাইরে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। মনে করা হচ্ছিল UAE-তে নিয়ে যাওয়া হতে পারে এবারের আইপিএল। তবে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পরেই বিসিসিআই সচিব জয় শাহ ট্যুইট করে জানিয়ে দিলেন ভারতেই অনুষ্ঠিত হচ্ছে গোটা টুর্নামেন্ট। 

২০২৪ সালের আইপিএল-এর প্রথম পর্যায়ের সূচি প্রকাশ ইতিমধ্যেই প্রকাশ করেছে বিসিসিআই। ২১ ম্যাচের সূচি রয়েছে সেই তালিকায়। নির্বাচনের দিন ঘোষনা হওয়ার পরে বাকি সূচি দেওয়া হবে বলে জানা গিয়েছিল। নির্বাচনের দিন প্রকাশ হওয়ার পর, বিসিসিআই সচিব জয় শাহ ২০২৪ আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ বিদেশে শিফট করার ব্যাপারটা কার্যত নাকচ করে দিয়েছেন। বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি আসন্ন নির্বাচনের কারণে এই টুর্নামেন্ট বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি এও দাবি করা হয়েছিল যে কোন দেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হবে, তা নিয়েও বোর্ডের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জয় শাহর মন্তব্যের পর যাবতীয় জল্পনা আপাতত হাওয়া হয়ে গিয়েছে।

শনিবার অর্থাৎ ১৬ মার্চ ভারতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। এবারের লোকসভা নির্বাচন মোট সাত দফায় আয়োজন করা হবে। আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৫৪৩ আসনের নির্বাচন সম্পন্ন হবে। ২২ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে একটা ফেজেই নির্বাচন আয়োজন করা হবে। 

এরপরেই বিসিসিআই ঘোষণা করে দেয় আইপিএল হবে এ দেশেই। তবে বাকি সূচি কবে প্রকাশিত হবে সে ব্যাপারে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে একটা কথা পরিস্কার। তা হল, ভোটের দিন দেখে নির্বাচনের মধ্যে বিভিন্ন শহরে ম্যাচ আয়োজন করতে কিছুটা হলেও বেগ পেতে হতে পারে বিসিসিআই-কে।  

Advertisement

POST A COMMENT
Advertisement