IPL 2024 Train After KKR Match: KKR-এর ম্যাচের পর বিশেষ ট্রেন দিল পূর্ব রেল, কখন কোথা থেকে? বিস্তারিত

আইপিএল (IPL 2024) কেকেআর-এর (Kolkata Knight Riders) ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হচ্ছে প্রায় সকলকেই। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল (Eastern Railway)। ইডেনে (Eden Gardens) কেকেআর-এর (KKR) ম্যাচের পর পাওয়া যাবে বিশেষ ট্রেন। 

Advertisement
KKR-এর ম্যাচের পর বিশেষ ট্রেন দিল পূর্ব রেল, কখন কোথা থেকে? বিস্তারিতকেকেআর-এর ম্যাচে বিশেষ ট্রেন

আইপিএল (IPL 2024) কেকেআর-এর (Kolkata Knight Riders) ম্যাচ শেষ হওয়ার পর বাড়ি ফিরতে সমস্যায় পড়তে হচ্ছে প্রায় সকলকেই। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নিল পূর্ব রেল (Eastern Railway)। ইডেনে (Eden Gardens) কেকেআর-এর (KKR) ম্যাচের পর পাওয়া যাবে বিশেষ ট্রেন। 

কখন কোথা থেকে পাওয়া যাবে এই ট্রেনগুলি?
দর্শকদের কথা মাথায় রেখে রাতে অতিরিক্ত দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। রাত ১১.৫০ মিনিটে ট্রেন একটি ছাড়বে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে। সেই ট্রেন যাবে বারাসত। রাত ১২.০২ মিনিটে অপর একটি ট্রেন ছাড়বে বিবাদী বাগ স্টেশন থেকে। সেই ট্রেন যাবে বারুইপুর। যেহেতু ইডেনের কাছে প্রিন্সেপ ঘাট ও বিবাদী বাগ স্টেশন, সেই কারণে সেখান থেকে ট্রেন ধরতে সুবিধা হবে দর্শকদের। উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার সমর্থকদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা করা হয়েছে।

যে ট্রেনটি বারাসত যাবে সেটি প্রিন্সেপ ঘাট থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, বিবাদী বাগ, বাগবাজার, কলকাতা, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি ও মধ্যমগ্রাম হয়ে বারাসত পৌঁছবে রাত ১টা নাগাদ। অপর ট্রেনটি বিবাদী বাগ থেকে ছেড়ে ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট, নিউ আলিপুর, বালিগঞ্জ ও সোনারপুর হয়ে বারুইপুর পৌঁছবে রাত ১.৩২ মিনিটে। দু’টি ট্রেনই ১২ কোচের দেওয়া হবে।
 

কবে কবে থাকবে এই পরিষেবা?
ইডেনে যাঁরা আইপিএল দেখতে আসেন তাঁদের পক্ষে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরা অপেক্ষাকৃত সহজ। পায়ে হেঁটেই হাওড়া স্টেশনে পৌঁছে যান তাঁরা। কিন্তু শিয়ালদা স্টেশন অনেকটাই দূরে হওয়ায় এই দু’টি শাখার যাত্রীদের জন্য এই ব্যবস্থা করেছে পূর্ব রেল। আপাতত ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল ও ১১ মে-র খেলার জন্য এই ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।

এর আগে মেট্রো রেল বিশেষ সার্ভিস দেওয়ার কথা ঘোষণা করেছিল। আর এবার সেই সঙ্গে যুক্ত হল রেল পরিষেবাও। ফলে আরও সহজ হল ইডেনে খেলা দেখে বাড়ি ফেরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement