scorecardresearch
 

IPL 2024 Viral Video: IPL ম্যাচে বল চুরি করে পালাচ্ছিল এক দর্শক, পুলিশ ধরতেই... VIRAL VIDEO

২০২৪-এর আইপিএল-এ (IPL 2024) লিগ পর্ব শেষ হতে চলেছে। প্লে অফের টানটান লড়াইয়ের মধ্যেই দেখা গেল মজার এক ঘটনা। ম্যাচ চলাকালীন ঘটা এই দৃশ্য ভাইরাল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচে দেখা যায় এই দৃশ্য। 

Advertisement
সেই ভাইরাল ভিডিও সেই ভাইরাল ভিডিও

২০২৪-এর আইপিএল-এ (IPL 2024) লিগ পর্ব শেষ হতে চলেছে। প্লে অফের টানটান লড়াইয়ের মধ্যেই দেখা গেল মজার এক ঘটনা। ম্যাচ চলাকালীন ঘটা এই দৃশ্য ভাইরাল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচে দেখা যায় এই দৃশ্য।

কী ঘটেছিল?
একটি বল যখন বাউন্ডারি পেরিয়ে দর্শকদের কাছে চলে যায়। সেই বল আর পাওয়া যাচ্ছিল না। সেই বলটি সঙ্গে সঙ্গে নিজের অন্তর্বাসে লুকিয়ে নিয়ে নেন সেখানে উপস্থিত একজন কেকেআর ভক্ত। বলটিকে তিনি আর মাঠে ফেরত দিতে চাননি। সেই বল নিয়ে পালাতে চেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের সেই ভক্ত। বলটিকে চুরি করতে নিজের অন্তর্বাসে তা লুকিয়ে রাখেন। কিন্তু সেই ভক্ত কলকাতা পুলিশের নজর এড়াতে পারেননি। বলটি নিয়ে স্টেডিয়াম ছাড়ার সময় ধরা পড়ে যান। এই ভিডিও দেখে ভক্তেরা বেশ মজা পেয়েছেন। অনেকেই এই ভিডিও দেখে নিজেদের মত শেয়ার করতে থাকেন।

দেখুন সেই ভিডিও

কলকাতা নাইট রাইডার্সের ঝোড়ো ব্যাটার রিঙ্কু সিংয়ের নামের জার্সি পরেছিলেন সেই ভক্ত। পুলিশ কর্তা প্রথমে তাঁর কাছে বল চাইলে তিনি বলেন, বল তাঁর কাছে নেই। পুলিশ তাঁকে তল্লাশি করতেই প্যান্টের ভেতর হাত ঢুকিয়ে বল ফিরিয়ে দেন। এরপরে পুলিশ কর্মী বেশ রেগে যান এবং সেই ভক্তকে সেখান থেকে সরিয়ে দেন। পুরো ঘটনার ভিডিও স্টেডিয়ামে উপস্থিত ভক্ত নিজের ক্যামেরায় তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

ঘরের মাঠে শেষ ম্যাচে মুম্বইকে ১৫ রানে হারিয়ে প্রথম দল হিসেবে প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলে কলকাতা। এরপর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সোমবারের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সুবিধা পায় কলকাতা। এখন যা পরিস্থিতি তাতে শেষ ম্যাচ হেরে গেলেও প্রথম দুইয়ের মধ্যে থেকেই প্লে অফ খেলবে কেকেআর। ফলে ফাইনালে যাওয়ার ক্ষেত্রে দুইবার সুযোগ থাকবে শ্রেয়াস আইয়ারদের সামনে।    

Advertisement

TAGS:
Advertisement