scorecardresearch
 

IPL 2024 Virat Kohli Gautam Gambhir: সবটাই TRP-র জন্য...' বিরাটের সঙ্গে ঝামেলা নিয়ে গম্ভীর বললেন...

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত বছর আইপিএল-এ (IPL) সংবাদের শিরোনাম ছিলো গৌতম এবং বিরাট কোহলির (Gautam Gambhir- Virat Kohli Controversy) ঝামেলা। যদিও সেই ঝামেলা খুব বেশিদূর এগোয়নি। কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে দু’জনকেই দেখা গিয়েছে হাসিমুখে কথা বলতে। আর এরই মধ্যে গত বছরের বিবাদ নিয়ে মুখ খুললেন গম্ভীর। কলকাতার মেন্টরের মতে, তাঁদের মধ্যে যা হয়েছিল তার থেকে অনেক বেশি রং চড়িয়ে দেখানো হয়েছিল।

Advertisement
গৌতম গম্ভীর ও বিরাট কোহলি গৌতম গম্ভীর ও বিরাট কোহলি

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত বছর আইপিএল-এ (IPL) সংবাদের শিরোনাম ছিলো গৌতম এবং বিরাট কোহলির (Gautam Gambhir- Virat Kohli Controversy) ঝামেলা। যদিও সেই ঝামেলা খুব বেশিদূর এগোয়নি। কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে দু’জনকেই দেখা গিয়েছে হাসিমুখে কথা বলতে। আর এরই মধ্যে গত বছরের বিবাদ নিয়ে মুখ খুললেন গম্ভীর। কলকাতার মেন্টরের মতে, তাঁদের মধ্যে যা হয়েছিল তার থেকে অনেক বেশি রং চড়িয়ে দেখানো হয়েছিল।

গোটা ঘটনার দায় সংবাদমাধ্যমকেই দিয়েছেন গম্ভীর। এ নিয়ে কেকেআর মেন্টর বলেন,'সব কিছুই টিআরপির জন্য। আমি কী ধরনের মানুষ সেটা সংবাদমাধ্যম জানে না। বিরাটকে নিয়েও ওদের কোনও ধারণা নেই। কিন্তু ওরা চায় বিতর্ক তৈরি করতে। তাই সব কিছু বাড়িয়ে বলে।' 

এই নিয়ে কয়েক দিন আগে বিরাটও মুখ খুলেছিলেন। বিরাট  জানিয়েছিলেন, মানুষ অপরকে নিয়ে চর্চা করতে ভালবাসেন। সেই কারণেই বিতর্ক বাড়ান তাঁরা।“ কোহলির এই মতের সঙ্গে একমত গম্ভীরেরও। তিনি বলেন, “বিরাট একেবারে ঠিক বলেছে। দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কী হচ্ছে সেটা তাদের মধ্যেই থাকতে দেওয়া উচিত। তাতে বাইরের কারও নাক গলানো উচিত নয়। যা ঘটেছে তা তো দু’জনের মধ্যেই ঘটেছে। তাহলে তারা নিজেরাই সেটা মেটাবে। বাকিদের কথা বলা উচিত নয়।”

আরও পড়ুন

এদিকে বিরাটের নাচের প্রশংসাও করেছেন গম্ভীর। কেকেআর মেন্টর জানিয়েছেন, বিরাটের কাছে কিছু শিখলে নাচ শিখতে চান তিনি। এই নিয়ে গম্ভীর বলেন, 'আমি চাইলেও একটু নাচতে পারব না। বিরাট খুব ভাল নাচে। তাই যদি বিরাটের কাছে আমি কোনও দিন কিছু শিখতে চাই তা হলে নাচ শিখব।'

এই মরসুমে কিছু ম্যাচ হারতে হলেও, লিগ টেবিলের দুই নম্বরে কলকাতা। সোমবার দিল্লির বিরুদ্ধে ঘরের মাঠে জিততে পারলে প্লে অফের আরও অনেকটা কাছে চলে যাবে কলকাতা। 

Advertisement

Advertisement