scorecardresearch
 

IPL 2024 Virat Kohli: ম্যাচ জিতিয়েই VIDEO কল বিরাটের, দুই সন্তানের সঙ্গে কথা, VIRAL

আইপিএল ২০২৪-এ দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট কোহলির দারুণ ইনিংস আরসিবি-কে পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে সাহায্য করে। ম্যাচ শেষ হওয়ার পরেই পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় কিং কোহলিকে। দুই সন্তানের বাবা বিরাট দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, আইপিএল খেলতে ফিরে এসেছেন মাঠে। 

Advertisement
বিরাট কোহলি বিরাট কোহলি

আইপিএল ২০২৪-এ দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। বিরাট কোহলির দারুণ ইনিংস আরসিবি-কে পঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে সাহায্য করে। ম্যাচ শেষ হওয়ার পরেই পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় কিং কোহলিকে। দুই সন্তানের বাবা বিরাট দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, আইপিএল খেলতে ফিরে এসেছেন মাঠে। 

মাঠ থেকে বিরাট হয়তো স্ত্রী অনুষ্কা শর্মাকে ফোন করেছিলেন। তাঁদের প্রথম সন্তান ভামিকাও কলে ছিল বলে মনে করা হচ্ছে। বিরাট মজার অঙ্গভঙ্গি করে মেয়ের সঙ্গে খুনসুটি করছিলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরিবারের জন্য ফ্লাইং কিসও দিতে দেখা যায় তাঁকে। তার পরেই ফিরে যান ড্রেসিংরুমে। তবে এর মধ্যেই বিরাটের এই ভিডিও কলের দৃশ্য ক্যামেরা বন্দি হয়ে যায়। তবে এবারই প্রথম নয়, আগেও বহু বার বিরাটকে মাঠ থেকেই ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সোমবার ওপেন করতে নেমে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট। 

ম্যাচে শুরুতে ব্যাত করতে নেমে ১৭৬ রান করে পঞ্জাব কিংস। ফর্মে ছিলেন পঞ্জাব ওপেনার শিখর ধাওয়ান। তিনি করেন ৪৫ রান। জবাবে চার বল বাকি থাকতেই রান তুলে নেয় আরসিবি। শেষদিকে দীনেশ কার্তিক ও মহিপাল লোমরোরের ব্যাটিং-এ এবারের আইপিএল-এ প্রথম জয় পেল আরসিবি। 

এই ম্যাচের মধ্যে আরও একটি ঘটনা ঘটে যায়। হঠাৎ মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সোজা কোহলির পায়ে গিয়ে পড়েন তিনি। সেই ভক্ত কোহলির পা ছুঁয়েছিলেন। তার পিছু পিছু ছুটে আসেন নিরাপত্তাকর্মীও। একজন প্রহরী সেই ভক্তকে তুলে নিয়ে যান । কিন্তু তারমধ্যেই কোহলিকে ধরে ফেলেন সেই ভক্ত। তখন পেছন থেকে আরেক নিরাপত্তারক্ষী এসে দর্শককে ধরে বাইরে নিয়ে যান। আইপিএল এবং খেলোয়াড়দের নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা। আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেটে এটি প্রথমবার নয়, এর আগেও নিরাপত্তার ত্রুটি প্রকাশ পেয়েছে।       

আরও পড়ুন

Advertisement