Kolkata Knight Riders: ফিট শ্রেয়াস, কবে KKR ক্যাম্পে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন?

কোমরের চোটের জন্য গতবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল ম্যাচে পিঠে ফের চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে পরে মুম্বই জেতার পর দেখা যায়, শ্রেয়াস নাচ্ছেন। আর তা দেখেই বেশ খুশি কেকেআর ফ্যানরা। তবে কবে তিনি কেকেআর ক্যাম্পে যোগ দেবেন সেটাই এখন বড় প্রশ্ন তাদের মনে।  

Advertisement
ফিট শ্রেয়াস, কবে KKR ক্যাম্পে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন?শ্রেয়াস আইয়ার

কোমরের চোটের জন্য গতবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি ফাইনাল ম্যাচে পিঠে ফের চোট পেয়েছিলেন বলে জানা গিয়েছিল। তবে পরে মুম্বই জেতার পর দেখা যায়, শ্রেয়াস নাচ্ছেন। আর তা দেখেই বেশ খুশি কেকেআর ফ্যানরা। তবে কবে তিনি কেকেআর ক্যাম্পে যোগ দেবেন সেটাই এখন বড় প্রশ্ন তাদের মনে।  

গত মরসুমে আইপিএল-এর পর অস্ত্রোপচার করতে হয় শ্রেয়াসকে। সেখান থেকে সুস্থ হয়ে এলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের চোট পান তিনি। এরপর এনসিএতে গিয়ে ফিট হন তিনি।  অনেকেই বলেছিলেন, চোট গুরুতর নয়। আইপিএলের শুরু থেকেই খেলতে পারবেন কলকাতার ক্যাপ্টেন। আজ থেকেই কলকাতায় শুরু হচ্ছে কেকেআর-এর ক্যাম্প। তিনি কি আজই যোগ দেবেন দলে? ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন মেন্টর গৌতম গম্ভীর। রিঙ্কু সিং সহ অন্যান্য ক্রিকেটারও চলে এসেছেন শহর কলকাতায়। 

আশা করা যাচ্ছে দু-একদিনের মধ্যেই টিমের সঙ্গে যোগ দেবেন শ্রেয়াস। তাঁকে ঘিরে আশার আলো একটাই, এনসিএ-তে আবার যাচ্ছেন না রিহ্য়াব বা চিকিৎসকদের দেখানোর জন্য। তার অর্থই হল, শ্রেয়সের চোট তেমন গুরুতর নয়। তার অবশ্য একটা কারণও থাকছে। বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় না থাকার কারণে এনসিএ-তে গেলে বিনা খরচায় চিকিৎসার সুযোগ পাবেন না শ্রেয়স। মুম্বই ক্রিকেট সংস্থার মাধ্যমেই তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হবে।     

২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ২৩ মার্চ কেকেআর খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। ইডেনে ঘরের মাঠে খেলতে নামবেন শ্রেয়াস আইয়াররা। তবে কেকেআর ক্যাপ্টেনের চোট প্রবণতা কিছুটা হলেও চিন্তায় রাখছে সমর্থকদের। কলকাতায় আসতেই দারুণ অভ্যর্থনা পেয়েছেন গৌতম গম্ভীর। প্রচুর সমর্থক বৃহস্পতিবার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন হিসেবে দুইবার কেকেআর-কে কাপ জিতিয়েছেন গম্ভীর। আর এবার মেন্টর হিসেবেও তিনিই চ্যাম্পিয়ন করবেন দলকে এমনটাই আশা সমর্থকদের।  

Advertisement

POST A COMMENT
Advertisement