scorecardresearch
 

IPL 2025: কতজন প্লেয়ারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চেইজিগুলি? IPL-এ নতুন নিয়ম

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশনের নিয়ম নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছিল তাদের সেট টিম যাতে না ভাঙে, তাই যত বেশি সম্ভব ক্রিকেটারকে ধরে রাখতে। আবার একাধিক ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে দল ঢেলে সাজানোর পক্ষে রায় দেয়। তারা যত কম সম্ভব ক্রিকেটার ধরে রাখার পক্ষপাতী ছিল। গতবার নিলামের আগে সরাসরি চারজন করে ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম বেঁধে দিয়েছিল বিসিসিআই। আর এবার তা বাড়িয়ে পাঁচ করা হয়েছে।  

Advertisement
IPL IPL

আইপিএল ২০২৫-এর মেগা নিলামের আগে প্লেয়ার রিটেনশনের নিয়ম নিয়ে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি চাইছিল তাদের সেট টিম যাতে না ভাঙে, তাই যত বেশি সম্ভব ক্রিকেটারকে ধরে রাখতে। আবার একাধিক ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে দল ঢেলে সাজানোর পক্ষে রায় দেয়। তারা যত কম সম্ভব ক্রিকেটার ধরে রাখার পক্ষপাতী ছিল। গতবার নিলামের আগে সরাসরি চারজন করে ক্রিকেটারকে ধরে রাখার নিয়ম বেঁধে দিয়েছিল বিসিসিআই। আর এবার তা বাড়িয়ে পাঁচ করা হয়েছে।  


এবার সেই সংখ্যাটা ৭ পর্যন্ত করার দাবি তোলে একাধিক ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় বোর্ড অবশ্য সেই দাবিতে কান দিচ্ছে না। বরং নিলামের আগে রিটেনশনে ভারসাম্য রাখার দিকেই নজর বিসিসিআইয়ের। যদিও বোর্ড এক্ষেত্রে প্লেয়ার রিটেনশনে যে সংখ্যা বেঁধেছে তা নিতান্ত কম নয় মোটেও। গতবারের তুলনায় বেশি ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, বিসিসিআই ৫ জন ক্রিকেটারকে ধরা রাখার অনুমতি দিচ্ছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। সেই সঙ্গে ফেরানো হচ্ছে রাইট টু ম্যাচ কার্ড। অর্থাৎ, নিলামের আসর থেকেও নিজেদের পুরনো ক্রিকেটারকে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা।

যদিও নিলামের আসর থেকে কাকে রাইট টু ম্যাচ কার্ডে ধরে রাখা হবে, তা অত্যন্ত বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। কেননা সেই সুযোগ পাওয়া যাবে মাত্র একবারই। অর্থাৎ, মেগা নিলামে একটি করে রাইট টু ম্যাচ কার্ড থাকছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের হাতে। নিলামের আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বাধিক ৫ জন করে ক্রিকেটার ধরে রাখতে পারবে। পরে নিলামের আসর থেকে একজন ক্রিকেটারকে দলে ফেরানোর সুযোগ থাকছে দলগুলির হাতে। সব মিলিয়ে পুরনো স্কোয়াডের মোট ৬ জন ক্রিকেটারকে নিজেদের দলেই রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এক্ষেত্রে কোনও দল চাইলে নিলামের আগে ৫ জনের কম ক্রিকেটারকেও রিটেন করতে পারে। 

আরও পড়ুন

Advertisement

TAGS:
Advertisement