লখনউ সুপার জায়েন্ট (lucknow Super Giant) ছাড়তে পারেন কেএল রাহুল (KL Rahul)। আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলামে তাঁকে রিটেন করা হবে বলেই সূত্রের খবর। আইপিএলের একটি সূত্রের মতে, মেন্টর জাহির খানের (Zaheer Khan) রিপোর্টের ভিত্তিতেই তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে নিলামে তাঁকে ফের পেতে ঝাঁপাতে পারে লখনউ ফ্র্যাঞ্চেইজি। উঠে আসছে আরও কিছু নাম। যাদেরকে এবারের নিলামে টার্গেট করতে পারে লখনউ।
কী রিপোর্ট দিয়েছেন জাহির?
সূত্রের খবর, 'এলএসজি-র মেন্টর জাহির খান ও কোচ জাস্টিন ল্যাঙ্গার-সহ ম্যানেজমেন্ট রাহুলের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছে। তাতে দেখা গিয়েছে, রাহুল যে ম্যাচগুলোয় দীর্ঘ সময় ব্যাট করেছে এবং রান পেয়েছে, তার বেশিরভাগই দল হেরেছে। তাতে প্রমাণ হয় ওর স্ট্রাইকরেট ম্যাচের গতির সঙ্গে তালমিল রাখতে পারেনি। এখন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সাহায্যে অন্যদল প্রচুর রান তুলছে। আর সেখানে টপ অর্ডারে কেউ প্রচুর সময় নিচ্ছে, সেটা দলের পক্ষে সমস্যার।'
গত আইপিএলে সেরা ছন্দে ছিলেন না রাহুল। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) দল থেকেও বাদ পড়েন। এই ফ্যাক্টরগুলো রাহুলের বিরুদ্ধ যাচ্ছে।
কাদের রিটেন করা হয়ে পারে?
তবে সেই সঙ্গে এও জানা যাচ্ছে, এটাও ঠিক করে নিয়েছে, কাদের কাদের রিটেন করা হবে। সেখানে নাম আছে ময়ঙ্ক যাদবের। এলএসজির সূত্র জানান, 'মায়াঙ্ক এলএসজির আবিষ্কার। যখন কেউ ওকে চিনত না, ফ্র্যাঞ্চাইজি ওর পেছনে সময় দিয়েছে। ও দেখিয়ে দিয়েছে ম্যাচে কতটা পার্থক্য গড়ে দিতে পারে।' তবে এলএসজি থেকে নজর রাখা হয়েছে ঋষভ পান্তের উপর। দিল্লি দল তাঁকে ছেড়ে দিলে দলে নেওয়ার ব্যাপারে ভাববে লখনউ। যদিও এখনও সে ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এখন সকলের নজর রয়েছে, এবারের আইপিএল-এর নিলামের আগে কোন দল কাকে রিটেন করে সেদিকে।