IPL 2025 Rohit Sharma: এবারের IPL-এ রোহিত-কোহলি জুটি? RCB ফ্যানের প্রশ্নের উত্তরে যা বললেন হিটম্যান...

টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও সাদা বলের ক্রিকেটে তিনি এখনও ভয়ঙ্কর। তা নিয়ে কোনও তর্কের জায়গাই নেই। এ বছরই জিতেছেন টি২০ বিশ্বকাপ। ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত মরসুমে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই বেঙ্গালুরু টেস্ট ম্যাচ চলাকালীন সমর্থকদের প্রশ্নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়ার জল্পনা বাড়ালেন রোহিত।   

Advertisement
এবারের IPL-এ রোহিত-কোহলি জুটি? RCB ফ্যানের প্রশ্নের উত্তরে যা বললেন হিটম্যান...Rohit Sharma

টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও সাদা বলের ক্রিকেটে তিনি এখনও ভয়ঙ্কর। তা নিয়ে কোনও তর্কের জায়গাই নেই। এ বছরই জিতেছেন টি২০ বিশ্বকাপ। ২০২৫ আইপিএল-এর মেগা নিলামের আগে তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। গত মরসুমে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। এর মধ্যেই বেঙ্গালুরু টেস্ট ম্যাচ চলাকালীন সমর্থকদের প্রশ্নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেওয়ার জল্পনা বাড়ালেন রোহিত।   

বেঙ্গালুরুতে গত বুধবার থেকে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। শুক্রবার অর্থাত্‍ চতুর্থ দিনে রোহিত শর্মা যখন মাঠের পাস দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই একজন ফ্য়ান জিজ্ঞাসা করেন, 'রোহিত স্য়র, আইপিএলে কোন টিমে খেলবেন?' রোহিত যে রোহিতই, তিনি ফ্য়ানের কথা শুনে বলেন, 'কোন টিম চাই বল?' যা শুনে সেই ফ্য়ান বলেন, 'প্লিজ আরসিবি-তে চলে আসুন'! রোহিত আরও কোনও কথা না বাড়িয়ে হাঁটা দেন। রোহিতভক্ত এরপর বলেন যে, তিনি তাঁর আইডলকে খুবই ভালোবাসেন। 

তাঁকে দলে নেওয়ার জন্য তিনটি দল মুখিয়ে রয়েছে। সূত্রের খবর, কেএল রাহুল ছাড়তে পারেন পুনে সুপারজায়েন্ট দল। তাঁর জায়গায় রোহিতকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে তারা। শুধু তাই নয়, রোহিতকে দলে নেওয়ার দৌড়ে রয়েছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসও। শিখর ধাওয়ান সম্প্রতি ক্রিকেট ছেড়ে দিয়েছেন। চলতি বছর যিনি ছিলেন পঞ্জাবের অধিনায়ক। অন্য়দিকে স্য়াম কারেনকেও ছেড়ে দেবেন প্রীতিরা। এমনটাই খবর। রোহিত শর্মাকে নেওয়ার টাকা প্রীতিদের আছে কিনা সেটাও দেখতে হবে।  \

দিল্লির হয়েও খেলতে দেখা যেতে পারে রোহিতকে। কারণ দিল্লির দল ইতিমধ্যেই রিকি পন্টিংকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। মনে করা হচ্ছে যে, অধিনায়ক ঋষভ পন্তও নাকি অন্য ফ্র্যাঞ্চাইজিতে চলে যেতে পারেন। এমটা যদি ঘটে, তাহলে দিল্লি রোহিতকে নেওয়ার জন্য় ঝাঁপাবেই।

Advertisement


       

POST A COMMENT
Advertisement